ISL 2020-21: হার ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে মোহনবাগান, চোট সমস্যা হাবাসের দলে
হায়দরাবাদ এফসিকে হারিয়েই আইএসএলে আবার জয়ের ছন্দে ফিরতে মরিয়া রয় কৃষ্ণারা।
নিজস্ব প্রতিবেদন: আইএসএলে টানা তিন ম্যাচে জয়ের পর আগের ম্যাচেই জামশেদপুর এফসির কাছে হেরেছে এটিকে মোহনবাগান। ভালসকিসদের কাছে হারের ধাক্কা ভুলে হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হাবাস ব্রিগেড। তবে চোট সমস্যায় জেরবার সবুজ-মেরুন ব্রিগেড।
আরও পড়ুন- ওয়ান ডে ক্রিকেটে ICC র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলেন কিং কোহলি, দুয়ে হিটম্যান
মাইকেল সুসাইরাজ, জবি জাস্টিন, ডেভিড উইলিয়ামসের পর জাভি হার্নান্দেজ। এটিকে মোহনবাগানের চোটের তালিকা লম্বা হচ্ছে। আপাতত দু সপ্তাহের জন্য মাঠের বাইরে জাভি। তবে অনেকটাই সুস্থ ডেভিড উইলিয়ামস। সোমবার ম্যাচের পর আবার শুক্রবার ম্যাচ খেলতে হবে। "রিকভারি সময় খুব কম" বলছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।
তিন-চার দিনের ব্যবধানে ম্যাচ। এবার সূচি নিয়ে সামান্য হলেও ক্ষোভের সুর সবুজ-মেরুনের স্প্যানিশ কোচের গলায়। আর তাই হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে গোয়ার আর্দ্রতা আর ফুটবলারদের ক্লান্তি বেশ খানিকটা চিন্তায় রাখছে হাবাসকে।
Precision! #ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #ATKMBHFC #IndianFootball pic.twitter.com/lfwupLZFvd
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 10, 2020
তবে হায়দরাবাদ এফসি বিরুদ্ধে নামার আগে এটিকে মোহনবাগানের কোচ বলছেন "ছেলেদের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আগের ম্যাচের ভুল শুধরে নেবে ঠিকই।"
হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে এটিকে মোহনবাগানের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এডু গার্সিয়া বলছেন, "এই ম্যাচে আমাদের ভুল শুধরে নিতে হবে। হায়দরাবাদে বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। তিন পয়েন্ট পেতেই হবে এই ম্যাচ থেকে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা নামব।"
হায়দরাবাদ আইএসএলের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে। এখনও একটা ম্যাচেও হারেনি। অন্যদিকে হাবাসের দল এখন লিগ টেবিলে তিন নম্বরে। হায়দরাবাদ এফসিকে হারিয়েই আইএসএলে আবার জয়ের ছন্দে ফিরতে মরিয়া রয় কৃষ্ণারা।