হাসির খোরাক! রান আউট করতে গিয়ে খুলে গেল প্যান্ট
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার মধ্যে খেলা চলছিল।
নিজস্ব প্রতিবেদন : খেলার চলাকালীন মাঠের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা মাঝে মাঝেই দর্শকদের নাড়া দিয়ে যায়। আবার অনেক সময়ই তা হাসির খোরাক হয়। ঠিক যেমনটা হল মেলবোর্নে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। রান আউট করতে গিয়ে খুলে গেল প্যান্ট। তাও আবার কার জানেন। সদ্য অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ভরসা দেওয়া মারনাস লাবুশানের।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার মধ্যে খেলা চলছিল। সেই ম্যাচে ২৯ তম ওভারে ভিক্টোরিয়ার ব্যাটসম্যান উইল সাদারল্যান্ড কভারের দিকে বল মেরে রান নিতে যান। কুইন্সল্যান্ডের ফিল্ডার মার্নাস লাবুশানে ঝাঁপ দিয়ে সেই বল আটকে দেন। আর সেই বল ধরতে গিয়েই বিপত্তি!
খুলে যায় লাবুশানের প্যান্ট। কিন্তু সে দিকে নজর না দিয়েই তিনি কিন্তু বল ছুঁড়ে দেন উইকেটকিপারের হাতে। আর সেই থ্রোতেই ভিক্টোরিয়ার ক্রিশ ট্রিমেন রানআউট হয়ে যান। ক্রিকেট অস্ট্রেলিয়া এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছে, নো প্যান্টস, নো ওরিস...
আরও পড়ুন - শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি, বিরাটকে টপকে গেলেন পাকিস্তানের বাবর আজম