লাজং ম্যাচের প্রস্তুতি মোহনবাগানে

হ্যাল ম্যাচের রেশ কাটতে না-কাটতেই মঙ্গলবার ঘরের মাঠে লাজং এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে হবে মোহনবাগানকে। আইলিগের মধ্যে টানা দেড় মাসের বিশ্রামের পর টানা ৩টি ম্যাচে ৬ পয়েন্ট খুঁইয়ে শুধুমাত্র আইলিগ জয়ের স্বপ্নই নয়, এ মরসুমে কোনও ট্রফি জয়ের স্বপ্নও বাস্তবে রূপান্তরিত হচ্ছেনা মোহনবাগানে। প্রথম লেগে পাহাড়ি দলের বিরুদ্ধে ড্র রাখার পর এবার ঘরের মাঠে ৩ পয়েন্ট পাওয়া বড় চ্যালেঞ্জ সুব্রত-প্রশান্তর কাছে।

Updated By: Apr 7, 2012, 10:13 PM IST

হ্যাল ম্যাচের রেশ কাটতে না-কাটতেই মঙ্গলবার ঘরের মাঠে লাজং এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে হবে মোহনবাগানকে। আইলিগের মধ্যে টানা দেড় মাসের বিশ্রামের পর টানা ৩টি ম্যাচে ৬ পয়েন্ট খুঁইয়ে শুধুমাত্র আইলিগ জয়ের স্বপ্নই নয়, এ মরসুমে কোনও ট্রফি জয়ের স্বপ্নও বাস্তবে রূপান্তরিত হচ্ছেনা মোহনবাগানে। প্রথম লেগে পাহাড়ি দলের বিরুদ্ধে ড্র রাখার পর এবার ঘরের মাঠে ৩ পয়েন্ট পাওয়া বড় চ্যালেঞ্জ সুব্রত-প্রশান্তর কাছে।
চোটের জন্য মণীশ মাথানিকে পাওয়া যাবে না। চোট পাওয়া আনোয়ার ক্রমশ সুস্থ হচ্ছেন লাজং ম্যাচের জন্য। ম্যানেজার বার্নার্ড আশাবাদী, চরম বিপদের মুখে দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। শনিবার অনুশীলনে ওডাফা-ব্যারেটোদের ছুটি দেওয়া হয়েছিল।

.