জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঐতিহ্যবাহী লর্ডসে (The Lords) ন্যক্কারজনক ঘটনা। চলতি অ্যাশেজের (The Ashes 2023) দ্বিতীয় টেস্ট ৪৩ রানে হেরেছে ইংল্যান্ড (England)। আর এরপরেই অস্ট্রেলিয়ার (Asutralia) তিন ক্রিকেটার উসমান খোয়াজা (Usman Khawaja), ডেভিড ওয়ার্নার (David Warner) ও অ্যালেক্স ক্যারিকে (Alex Carry) ক্রিকেটের মক্কার বিখ্যাত 'লং রুমে' (The Lords Long Room) কটু মন্তব্য শুনতে হল। অজি ক্রিকেটাররা একে একে সাজঘরে ফিরছিলেন। সেই সময় দর্শকরা চিৎকার করে প্যাট কামিন্সের (Pat Cummins)দলকে 'চোর', 'প্রতারক' ইত্যাদি সম্বোধনে ডাকতে থাকেন। এমসিসি (Marylebone Cricket Club) সদস্য-সহ ইংল্যান্ডের সমর্থকদের এমন আচরণের তীব্র নিন্দা করেছেন খোয়াজাও। তারপরেই ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি দেওয়ার সঙ্গে তিন সদস্যকে নির্বাসিত করল এমসিসি (MCC)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কেন এমসিসি -র সদস্যদের সঙ্গে অজি ক্রিকেটারদের ঝামেলা বেধেছিল? 


রবিবার প্রথম সেশনে প্রথমে আউট হন বেন ডাকেট। ইংরেজ ওপেনার ব্যক্তিগত ৮৩ রানে আউট হওয়ার পর, ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো। তাঁর সঙ্গে বেন স্টোকসের জুটির দিকেই তাকিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু ক্যামেরন গ্রিনের বাউন্সার থেকে মাথা বাঁচিয়ে নেওয়ার পর বেয়ারস্টো ভুলেই গিয়েছিলেন বল কোথায়। ক্রিজ ছেড়ে বেরিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। উইকেটকিপার  অ্যালেক্স ক্যারি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে বল ছুড়ে উইকেট ভেঙে দেন। রান আউট হয়ে যান বেয়ারস্টো। যদিও অনেকের মতে এটাকে স্টাম্পও বলা যায়। কারণ উইকেটকিপারই তো বল ছুড়ে উইকেট ভেঙেছিলেন। এমনকি বেয়ারস্টোর আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে ইংল্যান্ডের মতবিরোধ হয়। ইংরেজ ব্যাটার ভেবেছিলেন বলটি ডেড হয়ে গিয়েছে। কিন্তু বলটি বৈধ বলেই ঘোষণা করেন আম্পায়ার। সেই বলেই আউট হয়ে যান বেয়ারস্টো। এই আউট নিয়েই প্রবল অসন্তুষ্ট হয়ে পড়েন ইংল্যান্ডের সমর্থকরা। তবে ইংরেজ সমর্থকরা এই সিদ্ধান্ত মোটেই মানতে পারেননি। বরং অজি ক্রিকেটারদের কটাক্ষ করেছিলেন। যদিও সদস্যদের এমন আচরণ মেনে নিতে পারেনি এমসিসি।


আরও পড়ুন: Ashes 2023: অসাধারণ ইনিংসেও ট্র্যাজিক নায়ক স্টোকস! এজবাস্টনের পর লর্ডসও অস্ট্রেলিয়ার দখলে


আরও পড়ুন: Nathan Lyon | Ashes 2023: ইতিহাস লিখেই অ্যাশেজকে বিদায় লিয়ঁর! খুলে দিলেন অনুজের স্বপ্নের অভিষেকের রাস্তা




ইংরেজ সমর্থকদের হাতে অপমানিত হওয়ার ব্যাপারটা পরে স্বীকার করে নেন অজি ওপেনার খোয়াজা। পরে তিনি বলেন, "সবচেয়ে পছন্দের মাঠগুলির মধ্যে অন্যতম এই লর্ডস। লং রুমে সবসময় খেলোয়াড়দের সম্মান করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজ সেই সম্মান পাইনি। খুবই হতাশাজনক ঘটনা ঘটেছে। বারবার আমাদের দোষারোপ করা হচ্ছিল, আমি শুধু এমসিসি সদস্যদের ভুল ধরিয়ে দিয়েছি। তা সত্ত্বেও তাঁরা দুর্ব্যবহার করতে থাকেন।"


ঐতিহ্যবাহী লর্ডসের এই ঘটনার ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে পড়ে। তারপরেই বিবৃতি জারি করেছিল এমসিসি। বলা হয়েছিল, 'অস্ট্রেলিয়া দলের কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। আমাদের কোনও সদস্য যদি অশোভন আচরণ করে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লং রুমের অভিজ্ঞতা প্রত্যেক ক্রিকেটারের কাছেই খুব গুরুত্বপূর্ণ হয়। সেখানে এহেন অনভিপ্রেত ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।' এদিকে ক্রিকেটারদের হেনস্তার অভিযোগ এনে এমসিসি-র কাছে তদন্তের আবেদন করেছে 'ক্রিকেট অস্ট্রেলিয়া'। আর এরপরেই তিন সদস্যকে নির্বাসিত করে এমসিসি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)