ম্যাচ নিষ্ফলা হল, মাঠেও সেভাবে লোক হল না। তাতে কী! ম্যাচ শেষের পর দু দলের বাকযুদ্ধে জমজমাট থাকল ডার্বি। ম্যাচ ড্র করার পর মেহতাব হোসেনের কটাক্ষ,আটজনে মিলে ডিফেন্স করে ম্যাচ বাঁচিয়েছে মোহনবাগান। পাল্টা কটাক্ষ মোহন ডিফেন্সের ভরসা নির্মল ছেত্রীর। ফলাফলই সব,এসব অভিযোগ ধোপে টিকবে না। যুযুধান দুই পক্ষের ফুটবলাররা যখন বাকযুদ্ধে নেমেছে,তখন গোল না পাওয়ার আফশোস মাঠ ছাড়লেন ওডাফা। তাঁর ফ্রিকিক বারে লাগায় হতাশ বাগানের কিং কোবরা।
মরসুমে প্রথমবার মোহনবাগান জার্সি পরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলা টোলগে খুশি,কঠিন পরিস্থিতিতে দল এক পয়েন্ট ঘরে তুলতে পারায়। কোথাও বাকযুদ্ধ,কোথাও হতাশা,আবার কোথাও বা স্বস্তি। বছরের প্রথম ডার্বি শেষে এই টুকরো টুকরো কোলাজ ধরা পড়ল দুই শিবিরের ফুটবলারদের মধ্যে।
English Title:
Mehtab hussain on mohun bagan
Home Title:
"আটজনে মিলে ডিফেন্স করে ম্যাচ বাঁচাল মোহনবাগান"
No
11293
Is Blog?:
No
Section: