নেইমারের পর কি এবার মেসিও বার্সা ছাড়বেন? ইঙ্গিত দিলেন গুয়ার্দিওলা

Updated By: Aug 22, 2017, 10:15 PM IST
নেইমারের পর কি এবার মেসিও বার্সা ছাড়বেন? ইঙ্গিত দিলেন গুয়ার্দিওলা

ওয়েব ডেস্ক: লিওনেল মেসিকে কি ম্যাঞ্চেস্টার সিটিতে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখলেন পেপ গুয়ার্দিওলা? রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমারের ট্রান্সফারের মতই মেসির দলবদলও সম্ভব বলে দাবি ম্যান সিটির কোচের। চুক্তি অনুযায়ী মেসিকে নিতে গেলে বার্সেলোনাকে তিনশো মিলিয়ন ইউরো দিতে হবে। যদিও বার্সেলোনাতেই পাঁচ বছর থাকার বিষয় রাজি হয়েছেন মেসি, কিন্তু এখনও চুক্তিপত্রে সই করেননি তিনি। গুয়ার্দিওলার দাবি মেসিকে দেওয়ার মতো যদি কোনও ক্লাবের কাছে অর্থ থাকে তাহলে বার্সার সেরা তারকাকে নেওয়া যেতেই পারে। আরও পড়ুন- রিয়াল বেটিসকে হারিয়ে লা লিগার শুরুতেই ছন্দে ফিরল বার্সেলোনা

 

.