বিরতি নয়, মেক্সিকো ম্যাচে দলে থাকবেন মেসি, আশাবাদী আর্জেন্টিনার কোচ মার্টিনো

মেসির জাতীয় দলের হয়ে না খেলার জল্পনা ওড়ালেন আর্জেন্টিনীয় কোচ জেরার্ডো মার্টিনো। ৮ সেপ্টেম্বর মেক্সিকোর বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। সেই ম্যাচে মেসি খেলবেন না বলে এরকম কোনও খবর তার কাছে নেই বলে সাফ জানাচ্ছেন মেসিদের হেডস্যার। কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর হতাশ মেসি দেশের হয়ে খেলা থেকে কিছুদিনের জন্য দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেক্সিকো ম্যাচের জন্য আগামী সপ্তাহে দল বাছবেন জেরার্ডো মার্টিনো। তখনই মেসির খেলার বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের জন্য মেসিকে যেভাবে সমালোচিত হতে হয়, তার পক্ষে নন মার্টিনো। মেসির পাশে দাঁড়িয়ে আর্জেন্টিনীয় কোচ বলছেন, দেশের হয়ে মেসি না খেললে তা অত্যন্ত হতাশাজনক বিষয় হবে।

Updated By: Aug 4, 2015, 02:30 PM IST
বিরতি নয়, মেক্সিকো ম্যাচে দলে থাকবেন মেসি, আশাবাদী আর্জেন্টিনার কোচ মার্টিনো
মেসি ও কোচ মার্টিনো

ব্যুরো: মেসির জাতীয় দলের হয়ে না খেলার জল্পনা ওড়ালেন আর্জেন্টিনীয় কোচ জেরার্ডো মার্টিনো। ৮ সেপ্টেম্বর মেক্সিকোর বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। সেই ম্যাচে মেসি খেলবেন না বলে এরকম কোনও খবর তার কাছে নেই বলে সাফ জানাচ্ছেন মেসিদের হেডস্যার। কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর হতাশ মেসি দেশের হয়ে খেলা থেকে কিছুদিনের জন্য দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেক্সিকো ম্যাচের জন্য আগামী সপ্তাহে দল বাছবেন জেরার্ডো মার্টিনো। তখনই মেসির খেলার বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের জন্য মেসিকে যেভাবে সমালোচিত হতে হয়, তার পক্ষে নন মার্টিনো। মেসির পাশে দাঁড়িয়ে আর্জেন্টিনীয় কোচ বলছেন, দেশের হয়ে মেসি না খেললে তা অত্যন্ত হতাশাজনক বিষয় হবে।

.