জানলা খুললেই রোনাল্ডোকে দেখতে পাচ্ছেন মেসি!
শুধু পর্দা সরিয়ে জানলা খুললেই হবে।
নিজস্ব প্রতিবেদন : ফ্রান্সের বিরুদ্ধে শেষ ষোলোর প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। শনিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় কাজান অ্যারেনায় ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামবে আর্জেন্টিনা। মেসিরা তাই রয়েছেন কাজানের রামাদা হোটেলে। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ অথচ হোটেলের জানালা দিয়ে বাইরে তাকালেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখতে পাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু কীভাবে?
কাজানের রামাদা হোটেলের বাইরে রয়েছে নানা রঙে আঁকা রোনাল্ডোর ম্যুরাল। গত বছর কনফেডারেশনস কাপের সময় ওই গুলো আঁকা হয়েছিল।একটা গোটা বাড়ি জুড়ে আঁকা রয়েছে সেই ম্যুরাল।যেখানে বাঁ চোখ টিপে রয়েছেন রোনাল্ডো। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রামাদা হোটেলের অধিকাংশ ঘর থেকেই দেখা যায় পর্তুগিজ অধিনায়ককে। শুধু পর্দা সরিয়ে জানলা খুললেই হবে। দেখে মনে হবে যেন নীল-সাদা শিবিরে নজরদারি করছেন সিআর সেভেন।
এবারের বিশ্বকাপে এমনিতেই আলোচনার বিষয় 'গোট' মানে গ্রেটেস্ট অব অল টাইম। বিশ্বকাপের আগে ছাগলের সঙ্গে মেসির ছবি জল্পনা বাড়িয়েছিল। আর বিশ্বকাপে রোনাল্ডো যে দাড়ি রাখতে শুরু করেছেন, স্পেনের বিরুদ্ধে গোল করার পর তেমন ইঙ্গিতও করেছিলেন। তাই শুক্রবার, ৬ জুলাই নিঝনি নভগরদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দেখা হতেই পারে রোনাল্ডো-মেসির। সূচি অনুযায়ী এমনটা হতেই পারে। তার জন্য অবশ্য পর্তুগাল,আর্জেন্টিনা দুই দলকেই জিততে হবে শনিবার।
আরও পড়ুন - বিশ্বকাপে আজ শুরু শেষ ষোলো, প্রথমদিনেই নামছেন মেসি-রোনাল্ডো