OnlyFans: 'নীল' আকাশে উঠেছে নতুন নক্ষত্র! ফ্যানদের চরম সুখ দিতেই অন্য খেলায় মত্ত ফুটবলার

Mexican footballer opens OnlyFans account at the request of fans: ফ্যানদের অনুরোধে ফুটবলার এলেন নীল দুনিয়ায়। সেখানে এসেও মাতাচ্ছেন বছর তেইশের তরুণী। খবরের শিরোনামে উঠে এলেন নিকোল তেজা।  

Updated By: Jun 28, 2023, 08:01 PM IST
OnlyFans: 'নীল' আকাশে উঠেছে নতুন নক্ষত্র! ফ্যানদের চরম সুখ দিতেই অন্য খেলায় মত্ত ফুটবলার
নিকোল নেজার অন্য় রূপ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'নীল'আকাশে নতুন নক্ষত্র! মেক্সিকোর ২৩ বছরের ফুটবলার নিকোল তেজা (Nikkole Teja)। খেলেন লিগা ফেমেনিনা এমএক্সে (Liga Femenina MX)। ইনস্টাগ্রামে ৩ লক্ষ ৭১ হাজার ফলোয়ার্স রয়েছে তাঁর। নিকোলের ফ্যানরা দাবি করেছিলেন যে, নিকোল ফুটবলের পাশাপাশি অন্য় খেলার আঙিনাতেও এবার পা রাখুক। আর নিকোল অনুরাগীদের আবদার মিটিয়ে খুলে ফেললেন অনলি ফ্য়ানস (OnlyFans) অ্যাকাউন্ট। তাঁদের হতাশ করলেন না। অনেকেই জানেন না যে, কী এই অনলি ফ্যানস? অনলি ফ্যানস হচ্ছে লন্ডনের ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়।

আরও পড়ুন: WATCH | Lionel Messi: অভিনয়ে অভিষেক লিয়োর! অনুরাগীরা বলছেন এবার অভিনেতাকেই চাই

নিকোলের টিম টোরেনো ক্লসুরা মাত্র দুই গোল করে, হজম করেছে ১৯ গোল। স্বভাবতই লিগে দল সবার শেষে। কিন্তু নিকোলে সে সবে মাথা না ঘামিয়ে ফ্যানদের সুখ দেওয়ার রাস্তায় হাঁটলেন। অ্যাডাল্ট কনটেন্ট প্ল্যাটফর্মে হাতেখড়ি হওয়ার পর নিকোল ইনস্টাগ্রামে লিখেছেন, সকলে বলেছেন বলেই তাঁর অনলি ফ্য়ানসের জগতে প্রবেশ। নিকোলকে অন্য় ভাবে দেখার জন্য় ফ্যানদের সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে ১৭.৫০ ডলারের কিছু বেশি। রাতারাতি অনলি ফ্য়ানসে সেলেবে হয়ে গিয়েছেন নিকোল। ১৯৯৯ সালে ৯ ডিসেম্বর ওয়াশিংটনে জন্মেছেন নিকোল। খুব ছোট বয়স থেকেই বেছে নিয়েছেন ফুটবল। খেলেন মিডফিল্ডার হিসেবে। অনলি ফ্যানস এখন ক্রীড়াবিদদের কাছে অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। খেলার পাশাপাশি অন্য় খেলাতেও তাঁরা দেদার উপার্জন করছেন। টেনিস প্লেয়ার থেকে বক্সার, অ্যাথলিট, ফুটবলার, সকলেই ধীরে ধীরে নিজেদের অন্য় দিক তুলে ধরছেন ফ্যানদের কাছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.