ওয়েব ডেস্ক: তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। মাইকেল ক্লার্ক। জানেন, এই মুহূর্তে ভারতীয় দল ঠিক কতটা শক্তিশালী। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে আসার আগে নিজের দেশ, অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন তিনি। মাইকেল ক্লার্ক বলেছেন, 'টেস্ট ক্রিকেটের থেকে একদিনের ক্রিকেট একেবারে অন্যরকম। আমার মনে হয়, ম্যাচগুলো ভাল পিচেই খেলা হবে। ক্রিকেটপ্রেমীরা ম্যাচ দেখে মজা পাবে। অস্ট্রেলিয়াও ম্যাচ জিতবে। যদিও বিষয়টা কিন্তু বেশ কঠিন হতে চলেছে। নিজেদের মাঠে ভারত কতটা শক্তিশালী দল, তা আর নতুন করে বলার দরকার কী।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যেকোনও জায়গায় ব্যাট করতে নেমেই ভাল পারফর্ম করতে চান মণীশ পাণ্ডে


বর্তমান ভারতীয় দল সম্পর্কে ক্লার্ককে জিজ্ঞাসা করা হলে, ক্লার্ক বলেন, 'আমি তো শেষ দু'বছর ক্রিকেট খেলিনি। তাই সঠিকভাবে বলতে পারব না, ভারতীয় দল এই মুহূর্তে ঠিক কতটা শক্তিশালী।তবে, বিরাট কোহলির দল জেতার একটা অভ্যাস পরিণত করে ফেলেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, ভারতই বিশ্বের এক নম্বর দল হবে। আর অবশ্যই বলব, অশ্বিনের কথা। ও একাই ভারতকে সিরিজ জিতিয়ে দিতে পারে।'


আরও পড়ুন  একদিনের ম্যাচের সিরিজের ফল কী হবে, বলে দিলেন সুনীল গাভাসকর