যেকোনও জায়গায় ব্যাট করতে নেমেই ভাল পারফর্ম করতে চান মণীশ পাণ্ডে
ওয়েব ডেস্ক: রবিবার ডামবুলাতে অনুষ্ঠিত হবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের প্রথম একদিনের ম্যাচ। টেস্ট সিরিজে বিরাট কোহলির দলের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে শ্রীলঙ্কাকে। এবার একদিনের ম্যাচের সিরিজে অ্যাঞ্জেলো ম্যাথুজরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেটা দেখার জন্যই বসে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঘোষণা করে দিয়েছে যে, লোকেশ রাহুলকে একদিনের ম্যাচের সিরিজে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হবে। প্রশ্ন হল, সেক্ষেত্রে কোথায় ব্যাট করতে নামবেন মণীশ পাণ্ডে? কারণ, মণীশ পাণ্ডেরও যে পছন্দের জায়গা, চার নম্বরে ব্যাট করা।
আরও পড়ুন একদিনের ম্যাচের সিরিজের ফল কী হবে, বলে দিলেন সুনীল গাভাসকর
২০১৬-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই চার নম্বরে ব্যাট করতে নেমেই ভাল পারফরম্যান্স করেছিলেন মণীশ। কিন্তু, তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি মোটেও ভাল খেলতে পারেননি। যার ফলে প্রথম একাদশের বাইরেও চলে যান তিনি। মণীশ পাণ্ডে বলেছেন, 'রাহুল টেস্টে খুব ভাল ব্যাট করেছে। টিম ম্যানেজমেন্ট চাইছে, ওকে চার নম্বরেই ব্যাট করাতে। দেখা যাক, আমাকে কত নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। আমার পছন্দের জায়গা চার নম্বরেই ব্যাট করা। কিন্তু দলের প্রয়োজনে, যেকোনও জায়গাতেই ব্যাট করতে পছন্দ করব। অনেক খেটেছি মাঝের সময়টায়। বিশ্বাস রয়েছে, ঠিক মানিয়ে নিতে পারবো।'
আরও পড়ুন একদিনের ক্রিকেটে আইসিসির সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ স্থানেই কোহলি