একদিনের ম্যাচের সিরিজের ফল কী হবে, বলে দিলেন সুনীল গাভাসকর

Updated By: Aug 19, 2017, 02:13 PM IST
একদিনের ম্যাচের সিরিজের ফল কী হবে, বলে দিলেন সুনীল গাভাসকর

ওয়েব ডেস্ক: তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারত জিতেছে ৩-০ ব্যবধানে। সোজা কথায় হোয়াইট ওয়াশ। রবিবার থেকে শুরু হচ্ছে, ভারত বনাম শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। তাহলে কি একদিনের ম্যাচের সিরিজেও ভারতের কাছে হোয়াইট ওয়াশ হবে শ্রীলঙ্কা? বেশিরভাগ বিশেষজ্ঞ এবং ক্রিকেটপ্রেমীদের মত সেরকমই। সুনীল গাভাসকর অবশ্য একদিনের ম্যাচের ফলের অন্য ভবিষ্যতবাণী করছেন।

আরও পড়ুন একদিনের ক্রিকেটে আইসিসির সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ স্থানেই কোহলি

সুনীল গাভাসকরের মত, একদিনের ম্যাচের সিরিজের ফল ভারতের পক্ষে হবে ৪-১। তিনি বলেছেন, 'মনে হয় না টেস্টের মতো একদিনের সিরিজেও হোয়াইট ওয়াশ হবে শ্রীলঙ্কা। আমার মনে হয়, সিরিজের ফল হবে ৪-১। ওরা সাদা বলে অনেক বেশি সহজাত। বিশেষ করে বলতে হবে উপুল থরঙ্গার কথা। ও কিন্তু একদিনের ম্যাচে অন্যরকম মেজাজে শুরু করতে পারে। তবে, শ্রীলঙ্কার বোলিং বেশ দুর্বল। তা দিয়ে, বিরাট, রোহিত কিংবা ধোনিদের আটকে রাখা সম্ভব হবে না।' এখন দেখা যাক, গাভাসকরের কথা মিলে যায় কিনা।

আরও পড়ুন  অনিল কুম্বলেকে নিয়ে অধিনায়ক বিরাট কোহলির উল্টো পথে হাঁটলেন ঋদ্ধিমান সাহা

.