করোনার সঙ্গে ম্যারাথন লড়াই করছেন মিলখা কন্যা মোনা
মোনা মিলখা সিং নিউইয়র্কের মেট্রোপলিটন হসপিটাল সেন্টারের চিকিৎসক ।
নিজস্ব প্রতিবেদন: কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং-এর মেয়ে মোনা মিলখা সিং নিউইয়র্কে ম্যারাথন লড়াই চালিয়ে চলেছেন। না ট্র্যাকে নয়, কোভিড-19 ভাইরাসের বিরুদ্ধে। কারণ ভারতীয় এই কিংবদন্তি স্প্রিন্টারের মেয়ে একজন নামকরা চিকিৎসক। মোনা মিলখা সিং নিউইয়র্কের মেট্রোপলিটন হসপিটাল সেন্টারের চিকিৎসক ।
করোনাতে বিধ্বস্ত আমেরিকা। প্রতিদিন হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত নিউইয়র্কে। এই শহরেই মৃতের সংখ্যা আঠারো হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত প্রায় আড়াই লক্ষের বেশি মানুষ। সেই শহরেই করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন মিলখা কন্যা। কার্যত মেয়ের জন্য চিন্তিত বাবা। একইরকম চিন্তায় দিন কাটাচ্ছেন ভাই গল্ফার জীব মিলখা সিং।
সংবাদসংস্থা PTI-কে এক সাক্ষাতকারে জীব মিলখা সিং জানান , " দিদি নিউইয়র্ক মেট্রোপলিটন হসপিটাল সেন্টারের ইমার্জেন্সি রুমের চিকিৎসক। তাই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করতে হচ্ছে। কোভিড-19 রোগীদের পৃথকীকরণের জন্য বিশেষ ওয়ার্ডে পাঠানোর আগে ইনটিউবেশন করতে হয়। দিদিকে সেই কাজটি করতে হচ্ছে।"
So very proud of my sister. She says she feel like she is running a marathon every day. Every life saved is her reward. https://t.co/GqiQIvahPD
— Jeev Milkha Singh (@JeevMilkhaSingh) April 20, 2020
পাতিয়ালা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ১৯৯০ সালে আমেরিকা চলে যান মোনা মিলখা সিং। দু দশক ধরে নিউইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত। এই মুহূর্তে জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে নিজের কর্তব্য পালন করে চলেছেন মিলখা কন্যা। দিদির জন্য গর্বিত জীব। তিনি বলেন, " দিন রাত মিলিয়ে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হচ্ছে। যে ভাইরাসের মধ্যে দিদি কাজ করছে বাড়ির সবাই খুব চিন্তায় আছি। আমেরিকার যা অবস্থা যখন তখন যা খুশি ঘটে যেতে পারে। তাই প্রতিদিন নিয়ম করে বাড়িতে ফোন করে বাবা মা এবং আমার সাথে কথা বলে। যাতে চিন্তা না করি। এতদূর থেকে প্রার্থনা করা ছাড়া আর তো কোনও উপায় নেই।"
আরও পড়ুন - লকডাউনে জিভাকে নিয়ে বাইক চালালেন ধোনি, দেখুন ভিডিয়ো