নিজস্ব প্রতিবেদন: ভিয়ারিয়ালকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফাইনালে উঠেছে লিভারপুল (Liverpool)। দুই পর্ব মিলিয়ে লিভারপুল ৫-২ গোলে জিতে ফাইনালের টিকিট হাতে পেয়েছে। আগামী ২৯ মে ফাইনাল প্যারিসের স্তাদে দে ফ্রান্সে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স  লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধেই ফাইনাল খেলবে লিভারপুল। তবে দলের মিশরীয় তারকা মহম্মদ সালাহ (Mo Salah) ম্যান সিটিকে নয়, রিয়ালকেই চাইছেন ফাইনালে। ম্যাচের পর এমনটাই জানিয়ে দিয়েছেন ক্লপের দলের প্রাণভোমরা। 


সালাহ ম্যাচের পর বলছেন, "আমি মাদ্রিদের বিরুদ্ধেই খেলতে চাই। সিটি অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে এই মরশুমে বেশ কয়েকবার খেলেছি। তবে আমি ব্যক্তিগত ভাবে মাদ্রিদের বিরুদ্ধেই খেলতে পছন্দ করব। " সালাহর থেকে জানতে চাওয়া হয়েছিল তিনি কি প্রতিশোধ নিতে চান? তার উত্তরে সালাহ বলেন, "আমরা ফাইনালে মাদ্রিদের বিরুদ্ধে হেরে গিয়েছিলাম। ওদের বিরুদ্ধে এবার খেলে জিততে চাই।"


সালাহ আজও ভোলেননি ২০১৭-১৮ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রাত। ইউক্রেনের কিয়েভে সেবার ফাইনাল হয়েছিল অলিম্পিক স্টেডিয়ামে। মুখোমুখি হয়েছিল রিয়াল-লিভারপুল। সেই ম্যাচে সের্জিও ব়্যামোসের কড়া ট্যাকেলে প্রথমার্ধেই কাঁধে চোট পেয়েছিলেন সালাহ। কিছুক্ষণ চোট নিয়ে খেলা চালিয়ে গেলেও, পরে চোখের জলে মাঠ ছেড়েছিলেন তিনি। ওই ম্যাচে রিয়াল ৩-১ গোলে লিভারপুলকে হারিয়ে ১৩তম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তোলে।


আরও পড়ুন: Liverpool: দুরন্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 'দ্য রেডস'


আরও পড়ুন:  Rishabh Pant: পন্টিং পুত্রের সঙ্গে ফুটবল খেললেন পন্থ! দেখুন মন ছুঁয়ে নেওয়ার মতো ভিডিও


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)