গ্রুপের শীর্ষে থেকে আই লিগের দ্বিতীয় ডিভিসনের মূলপর্বে গেল মহামেডান
গ্রুপের শীর্ষে থেকে আই লিগের দ্বিতীয় ডিভিসনের মূলপর্বে গেল মহামেডান। শনিবার নিজেদের মাঠে নেরোকা এফ সি-কে এক-শূন্য গোলে হারাল সাদা-কালো। এই প্রথম ময়দানে আই লিগের দ্বিতীয় ডিভিসনের ম্যাচ হল। মহমেডানের খেলা দেখার জন্য মাঠ ভরিয়েছিলেন কয়েকজ হাজার দর্শক। তাদের নিরাশ করেনি সুব্রত ভট্টাচার্যের দল। মহমেডানের হয়ে জয়সূচক গোলটি করেন বসন্ত সিং। গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড়ব্যবধানে জিততে পারত সাদা-কালো। প্রথম পর্বে আটটির মধ্যে পাঁচটিতেই জিতেছে মহমেডান। আপাতত দু সপ্তাহের বিশ্রাম। ফেব্রুযারীর শুরু থেকে মূলপর্বের প্রস্তুতি নেমে পড়বে সাদা-কালো। মূলপর্বের আগে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে মহমেডান কোচের। বিদেশি হিসাবে অভিজ্ঞ ইয়াকুবু ছাড়াও নজরে রয়েছে রয়্যাল ওয়াইন্ডোর এক বিদেশিও ।
ওয়েব ডেস্ক: গ্রুপের শীর্ষে থেকে আই লিগের দ্বিতীয় ডিভিসনের মূলপর্বে গেল মহামেডান। শনিবার নিজেদের মাঠে নেরোকা এফ সি-কে এক-শূন্য গোলে হারাল সাদা-কালো। এই প্রথম ময়দানে আই লিগের দ্বিতীয় ডিভিসনের ম্যাচ হল। মহমেডানের খেলা দেখার জন্য মাঠ ভরিয়েছিলেন কয়েকজ হাজার দর্শক। তাদের নিরাশ করেনি সুব্রত ভট্টাচার্যের দল। মহমেডানের হয়ে জয়সূচক গোলটি করেন বসন্ত সিং। গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড়ব্যবধানে জিততে পারত সাদা-কালো। প্রথম পর্বে আটটির মধ্যে পাঁচটিতেই জিতেছে মহমেডান। আপাতত দু সপ্তাহের বিশ্রাম। ফেব্রুযারীর শুরু থেকে মূলপর্বের প্রস্তুতি নেমে পড়বে সাদা-কালো। মূলপর্বের আগে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে মহমেডান কোচের। বিদেশি হিসাবে অভিজ্ঞ ইয়াকুবু ছাড়াও নজরে রয়েছে রয়্যাল ওয়াইন্ডোর এক বিদেশিও ।