কাইফ কলিং কাইফ! ক্যাটরিনার সঙ্গে কী সম্পর্ক, জানালেন মহম্মদ কাইফ
এক অনুষ্ঠানে দেখা হল দুজনের। ছবি উঠল।
নিজস্ব প্রতিবেদন : এর আগেও অনেক ভক্ত জিজ্ঞেস করেছেন, স্যর, আপনার সঙ্গে কি ক্যাটরিনা কাঈফের কোনও সম্পর্ক রয়েছে? যদি না থাকে তা হলে ভবিষ্যতে কি কোনওরকম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে? ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে, এমনটা কখনও শোনাও যায়নি কোথাও। তবুও একদল ভক্ত ভারতীয় দলের প্রাক্তন তারকাকে প্রশ্নটা করতেন। কারণ একটাই। দুজনের পদবিতে মিল রয়েছে। মহম্মদ কাইফ এর আগেও সতর্কতার সঙ্গে এসব অবাঞ্ছিত প্রশ্ন সামলেছেন। এবার অবশ্য ভক্তদের প্রশ্নের সুযোগই দিলেন না। আগেই উত্তর দিয়ে রাখলেন।
আরও পড়ুন- দুই অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে ছবি রবি শাস্ত্রীর, বিদ্রুপের শিকার ভারতীয় কোচ
নেটিজনদের একাংশ ক্যাটরিনা ও মহম্মদ কাইফের মধ্যে মনগড়া সম্পর্কের গুজব ছড়ান। আদতে এসবের কোনওটাই সত্যি নয়। আরও একবার সেই ভুল ভাঙিয়ে দিলেন মহম্মদ কাইফ। এক অনুষ্ঠানে দেখা হল দুজনের। ছবি উঠল। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন মহম্মদ কাইফ। তার পর ক্যাপশন লিখলেন, শেষ পর্যন্ত কাইফদের দেখা হল। তবে আগেও বলেছি। আবারও বলছি, মনুষ্যত্ব ছাড়া এখনও পর্যন্ত আমাদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন- ''কোহলি অপরিণত'' মন্তব্য, রাবাডাকে জবাব দেওয়ার অন্য রাস্তা বের করেছেন বিরাট
মহম্মধ কাইফ যা-ই বলুন না কেন, নেটিজেনরা থেমে থাকলেন না। তাঁদের সম্পর্ক জুড়ে দেওয়ার প্রবণতা চলল। কেউ বলেছেন, ‘দুই কাইফই জনপ্রিয় হয়েছেন লন্ডন থেকে। একজন নমস্তে লন্ডন ছবির জন্য। আরেকজন লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের জন্য।’ কেউ আবার লিখেছেন, এখনও পর্যন্ত সম্পর্ক নেই। তার মানে ভবিষ্যতে কিছু একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে! তবে অনেকে আবার ফিল্ডার মহম্মদ কাইফের প্রশংসা করেছেন। লিখেছেন, মাঠে আপনার ফিল্ডিংয়ের কথা এখনও আমাদের মনে রয়েছে। ওগুলো মিস করি।