জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য় শেষ হওয়া বিশ্বকাপে (World Cup 2023)। ভারতের জার্সিতে আগুন জ্বেলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলের তারকা পেসারকে ভারত প্রথম থেকে খেলায়নি। তবে শামি সাত ইনিংসে ২৪ উইকেট নিয়ে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারিও হয়েছেন তিনি। সেমিফাইনালে সাত উইকেট নিয়ে একাই বুঝে নিয়েছিলেন নিউ জিল্য়ান্ডকে। শামি যেরকম মাঠে আগুন জ্বেলেছেন, তেমনই সোশ্য়াল মিডিয়া গরম করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। ইনস্টাগ্রামে কখনও রহস্য়ময় পোস্ট করেছেন তো, কখনও বলিউডের সংলাপে লিপ-সিংক করেছেন। তবে হাসিন এমন এক আগুনে পোস্ট করলেন, যা নিয়ে বিস্তর আলোচনা চলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sara Tendulkar: 'ডিপ ফেক' নিয়ে এক্সকে বার্তা সারার, দিলেন শুভমনের সঙ্গে সম্পর্কের আপডেটও!


হাসিন লিখেছেন, 'মেরি দুয়া কা আসর ইতনা বুলন্দ হ্য়ায় তো, সোচ বাদদুয়া কা আসর কেয়া হোগা। ইয়ে তো সবহি জানতে হ্য়ায়। দুয়া অউর বদদুয়াকা আসর জলদি নেহি হোতি'। বাংলায় যার তরজমা করলে দাঁড়ায়, 'আমার প্রার্থনাই এত শক্তিশালী তো, আমার অভিশাপ তাহলে কত শক্তিশালী হবে! এতো সবাই জানে। প্রার্থনা এবং অভিশাপ কাজ করতে সময় নেয়।' হাসিনের এই আগুনে পোস্ট কাকে পোড়ানোর ইঙ্গিত? এর উত্তর হয়তো কিছুটা হলেও আন্দাজ করা যায়।



এশিয়া কাপের পরেই শামিকে ছুটতে হয়েছিল আদালতে। তিনি ও তাঁর দাদা মহম্মদ হাসিম সশরীরের আলিপুর আদালতে হাজিরা দিয়েছিলেন। হাসিন বধূ নির্যাতনের মামলা করেছেন শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে। শামির জামিন বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছে ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মেনেই আদালতে হাজিরা দিয়েছিলেন শামি। শামি ও তাঁর দাদার জামিন মঞ্জুর করেছিল আদালত। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডেই শামিরা পেয়েছেন জামিন। গার্হস্থ্য হিংসার অভিযোগে ২০১৮ সালে শামির বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা রুজু করেছিলেন তাঁর স্ত্রী হাসিন। যদিও সেই সময় হাসিনের অভিযোগ অস্বীকার করেছিলেন শামি। প্রায় চার বছর ধরে মামলাটি বিচারাধীন। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



আরও পড়ুন: WATCH | PM Modi: 'হতেই পারে, হাসুন ভাই'! শুধু ভিডিয়ো দেখুন একবার, গর্ব হবে প্রধানমন্ত্রীর জন্য়