Mohammedan SC | ISL 2024-2025: 'চ্যালেঞ্জ নিতে তৈরি', প্রথমবার আইএসএসএল সাদা-কালোর, কী বলছেন চেরনিশভ-সামাদরা?

Mohammedan SC in ISL 2024-2025: সামনেই মহাযুদ্ধ মহামেডানের| এই প্রথমবার শতাব্দী প্রাচীন ক্লাব খেলতে নামছে আইএসএল| 

Updated By: Sep 4, 2024, 03:53 PM IST
Mohammedan SC | ISL 2024-2025: 'চ্যালেঞ্জ নিতে তৈরি', প্রথমবার আইএসএসএল সাদা-কালোর, কী বলছেন চেরনিশভ-সামাদরা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৮৯১ সালে জন্ম| দেখতে দেখতে ভারতীয় ফুটবলে ১৩৩ বছর কাটিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব| কলকাতার তিন প্রধানের এক প্রধান রেড রোডের ধারের এই ক্লাব| ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান আগে থেকেই ছিল। এবার জুড়ে গেল মহামেডানও। ১১ বছর লেগে গেল দেশের এক নম্বর লিগে পা রাখতে| আই-লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএলের যোগ্যতা অর্জন করেছে মহামেডান| 

বুধবার দুপুরে রাজারহাটের ধারের এক পাঁচতারা হোটেলে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে লিগে অংশ নেওয়া ১৩ টি দলের মধ্যে সাতটি দল সাংবাদিক বৈঠক করল| শুরুটা হল মহামেডানকে দিয়েই|  মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই| 

সামাদের চোখে মুখে ফুটে উঠল আত্মবিশ্বাস| তিনি বললেন, 'চ্যালেঞ্জ নিতে তৈরি| আই লিগ ও আইএসএল আলাদা টূর্নামেন্ট| তবে কোচ যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি| আশা করছি ভালো কিছু করতে পারব|' কোচ চেরনিশভ বলছেন, 'আমি জানি আইএসএলের মানে| এটা কলকাতা লিগ বা আই-লিগ নয়| দলে আমাদের একাধিক তরুণ ফুটবলার রয়েছে| আশা করছি তারা ভালো করবে| আইএসএলে আমাদের চ্যালেঞ্জ তো রয়েছেই| দারুণ সব ভারতীয় ফুটবলাররা খেলবে, যারা জাতীয় দলে নিয়মিত| এছাড়াও সব দলের বিদেশিরাও দুর্দান্ত|' 

মহামেডানের তিন ফুটবলারই বললেন যে, তাঁরা মুখিয়ে আছেন যুবভারতীতে ডার্বি খেলার জন্যই| নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের মুখেই তাঁরা হাসি ফোটানোর কথা ভাববেন| প্রথম মরসুমে ট্রফি নিয়ে এতটাও বেশি ভাবিত নয় ব্ল্যাক প্যান্থার্স| ধাপে ধাপে এগিয়ে যেতে চায় টিম| আগামী ১৬ সেপ্টেম্বর, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে, ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের আইএসএল অভিযান শুরু হচ্ছে|

আরও পড়ুন, Intercontinental Cup 2024: ১৭৯ নম্বর দলকেও হারাতে পারল না ভারত! একরাশ হতাশায় শুরু মানোলো জমানার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.