Mohun Bagan: কামিন্সের গোলে 'বদলার' ম্যাচ জিতল সবুজ-মেরুন, বৃষ্টিস্নাত যুবভারতীতে অভিষেক ম্যাকলারেনেরও
Mohun Bagan vs North East United FC: ডুরান্ড ফাইনালে হারের বদলা নিল মোহনবাগান| আইএসএলের দ্বিতীয় ম্যাচেই তিন পয়েন্ট পেল গতবারের লিগ-শিল্ড জয়ীরা|
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৩ সেপ্টেম্বর আইএসএলের (ISL 2024-25) প্রথম ম্যাচে, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-২ ড্র করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG vs MCFC)| তবে ১০ দিন পরেই ভাগ্যের চাকা ঘুরে গেল জোসে মোলিনার দলের| তাও আবার 'বদলার' ম্যাচে মধুর প্রতিশোধ| যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ডুরান্ড ফাইনাল হারতে হয়েছিল (Durand Final 2024) সেই দলকেই শনি সন্ধ্যায়, ২৩ হাজার সমর্থকের সামনে মোহনবাগান ৩-২ হারাল (MBSG vs NEUFC)|
আক্রমন এবং প্রতি আক্রমণের একটা দুর্দান্ত প্রথমার্ধ দেখল যুবভারতী| এদিন খেলার এক মিনিটের মধ্যে নর্থ ইস্ট এগিয়ে যেতে পারত| জিতিনের ক্রস থেকে আলাদিনের শট বারে লেগে প্রতিহত না হলে, গোল চলেই আসত| তবে ম্যাচের প্রথম গোল চলে আসে ঠিক পাঁচ মিনিটের মাথায়| আবারও সেই প্লেমেকার জিতিন| কাঁধে করে বল নামিয়ে বেমামারকে কাটব্যাক করেন| মরক্কোর মিডফিল্ডার বেমামার, আগুনে শটে বার পোস্টের কোন ঘেষে গোল করেন| দুই দলের গতিশীল ফুটবলের পরিণামে ম্যাচের ১০ মিনিটে চলে এল দ্বিতীয় গোল| যুবভারতীকে সেলিব্রেশনে মাতিয়ে দিলেন মোহনবাগানের বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস| পেত্রাতোসের ফ্রি-কিক থেকে লাফিয়ে মাথা ছুঁইয়ে গোল করেন দীপেন্দু| নর্ট ইস্টের গোলকিপার গুরমিতের আর কিছু করার ছিল না| ২৪ মিনিটে স্কোরলাইন ২-১ হয়ে যায়| কাউন্টার আক্রমণের চূড়ান্ত নির্দশন রাখল নর্থ ইস্ট| গ্রেগ স্টুয়ার্টের কার্লিং শট নর্থ ইস্টের ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় জিতিনের গায়ে, জিতিন-আলাদিন নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করেন| সেখান থেকে আলাদিন অসাধারণ শটে গোল করে বেরিয়ে যান| দুই গোলের ক্ষেত্রেই বিশাল কাইথের কিছু করার ছিল না| প্রথমার্ধে চার মিনিট যোগ করা হলেও, কোনও দল আর গোল করতে পারেনি| তবে বেশ কয়েক'টা গোলের সুযোগ ছিল মোহনবাগানের সামনে|
আরও পড়ুন:IND vs BAN: '২৪ ঘণ্টারও...'! প্রথম টেস্টের আগেই বুক ভেঙেছে, ভারতীয় ক্রিকেটার কাঁদালেন নেটপাড়া
দ্বিতীয়ার্ধে মোহনবাগান তেড়েফুঁড়ে উঠেছিল| ৫৯ মিনিটে থাপা-মনবীরকে তুলে সাহাল-কামিন্সকে নামান মোলিনা| এই পরিবর্তনের দু'মিনিটের মধ্যে গোল শোধ করে মোহনবাগান| এবারও গোল পেলেন ডিফেন্ডার| টম আলড্রেডের হেড মুঠোবন্দি করতে গিয়ে ফসকান গুরমিত| সেই জটলার মধ্যে পা ছুঁইয়ে শুভাশিস গোল করে ফেলেন| কিন্তু তার আগে তিনি ফাউল করে বসেছিলেন, রেফারি গোল দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নর্থ ইস্ট| কিন্তু তাদের প্রতিবাদেও গোল বাতিল হয়নি| মোহনবাগান এরপর থেকে ব্যবধান বাড়ানোর রাস্তাতেই ছিল| ৮৭ মিনিটে সাহালের পাস থেকে গোল করে নিজের জাত চিনিয়ে দেন জেসন কামিন্স| মনবীরের পরিবর্তে নামা ফুটবলার|
বিরতির পর মোহনবাগান কিন্তু অনেকটাই গুছিয়ে নেয়| কারণ বিরতির আগে মাঝমাঠ ও ডিফেন্সের মধ্যে একটা বিস্তর দূরত্ব ছিল| এমনকী মাঝমাঠ বলে কিছু আছে সেটাও বোঝা যাচ্ছিল না মাঝেমধ্যে| তবে মোলিনা মেরামতি করে নিয়ে সামলে নিলেন| বাগান সমর্থকদের জন্য সুখবর শুধু জয়ই নয়, অজি মহাতারকা জেমি ম্যাকলারেনের অভিষেক| যিনি মোহনবাগানে সই করার পর থেকে ফিটনেস জনিত কারণে এতদিন ছিলেন সাইডলাইনে| যদিও মোলিনা তাঁকে একবারে খেলার অন্তিম লগ্নেই নামিয়ে ছিলেন| তবে এদিনের খেলার অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, এদিন যে দু'জন ডিফেন্ডার গোল করলেন মোহনবাগানের হয়ে, দু'জনেই কিন্তু বঙ্গতনয়|
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)