কলকাতায় ফিরেও দিল্লির `বঞ্চনা` ভুলতে পারছে না বাগান

ওএনজিসি ম্যাচে গোল বাতিল নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান শিবির। শনিবার সকালে কলকাতায় ফেরার পর কোচ মৃদুল বন্দোপাধ্যায় থেকে শুরু করে ওডাফা-প্রত্যেকের অভিযোগ ন্যায্য গোল বাতিল হওয়ায় তিন পয়েন্ট হাতছাড়া করে দিল্লি থেকে ফিরতে হয়েছে তাঁদের। তবে গোল বাতিল ইস্যুতে এআইএফএফের কাছে কোনও অভিযোগ জানাচ্ছেন না মোহনবাগান কর্তারা।

Updated By: Nov 10, 2012, 09:16 PM IST

ওএনজিসি ম্যাচে গোল বাতিল নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান শিবির। শনিবার সকালে কলকাতায় ফেরার পর কোচ মৃদুল বন্দোপাধ্যায় থেকে শুরু করে ওডাফা-প্রত্যেকের অভিযোগ ন্যায্য গোল বাতিল হওয়ায় তিন পয়েন্ট হাতছাড়া করে দিল্লি থেকে ফিরতে হয়েছে তাঁদের। তবে গোল বাতিল ইস্যুতে এআইএফএফের কাছে কোনও অভিযোগ জানাচ্ছেন না মোহনবাগান কর্তারা।
ওডাফা আটকে গেলেই, আটকে যাচ্ছে মোহনবাগান। টোলগেহীন মোহনবাগানে এই দৃশ্য আবার দেখা গেল ওএনজিসি ম্যাচে । কোচ মৃদুল অবশ্য তা মানতে নারাজ। কোচের দাবি,ওডাফা তাঁর দলের প্রধান স্ট্রাইকার হলেও, গোল করার লোকের অভাব নেই দলে। ওডাফার কাছে ওএনজিসি ম্যাচ অতীত। আইলিগের পরের ম্যাচে আবার ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান অধিনায়ক। আগামি ১৭ নভেম্বর সালগাঁওকরের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান।
এদিকে কলকাতা লিগের হৃত গৌরব ফিরিয়ে আনতে রাজ্য ফুটবল সংস্থাকে নয়া প্রস্তাব দিল মোহনবাগান। গত কয়েকবছর ধরেই আই লিগ আর ঘরোয়া লিগ একসঙ্গে চলতে থাকায় লিগ শেষ করতে কার্যত কালঘাম ছুটে যাচ্ছে আইএফএ-র। আই লিগে খেলা দলগুলির কাছেও গুরুত্বহীন হয়ে পড়েছে ঘরোয়া লিগ। তাই আইএফএ সচিবকে লেখা চিঠিতে মোহনবাগান সচিব প্রস্তাব দিয়েছেন কলকাতা লিগ হোক দুই পর্যায়ে। প্রথম পর্যায়ে খেলবে না আই লিগে খেলা দলগুলি। অন্যান্য দলগুলি নিজেদের মধ্যে রাউন্ড রবিন লিগের মাধ্যমে খেলবে।এই পর্যায়ের খেলাগুলি করা হোক পয়লা জুন থেকে চোদ্দই আগস্টের মধ্যে। এই পর্যায়ের সেরা তিনটে দল খেলবে পরের পর্যায়ে। ছটা দল নিয়ে হবে ফাইনাল রাউন্ড। সেখানে যোগ্যতাঅর্জন করা দলগুলোর সঙ্গে খেলবে আই লিগের দলগুলি।১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই ম্যাচগুলি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আই লিগের দলগুলিকে ঘরোয়া লিগে খেলতে হবে মাত্র পাঁচটা ম্যাচ। ঘরোয়া লিগে তাদের পক্ষে পাঁচটার বেশি ম্যাচ খেলা সম্ভব নয় বলে পরিষ্কার করে দিয়েছেন মোহনবাগান সচিব।

.