বৃষ্টিতে বারাসতের মাঠ ভাসল জলে, বাতিল মোহন ম্যাচ

প্রবল বৃষ্টিতে মাঠে জল। আলো কম।  প্রতিপক্ষ এরিয়ান ম্যাচ খেলতে চাইলেও আপত্তি জানাল মোহনবাগান। খেলা পরিত্যক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নিলেন রেফারি। ফলে  পরিত্যক্ত হয়ে গেল ঘরোয়া লিগে মোহনবাগান বনাম এরিয়ানের ম্যাচ। খেলা শুরু হওয়ার পর থেকেই বারাসতে বৃষ্টি নামে। ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়। তারপরও মিনিট কুড়ি খেলা হওয়ার পর খারাপ দৃশ্যমানতার কারণে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি।

Updated By: Aug 31, 2015, 07:42 PM IST

ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে মাঠে জল। আলো কম।  প্রতিপক্ষ এরিয়ান ম্যাচ খেলতে চাইলেও আপত্তি জানাল মোহনবাগান। খেলা পরিত্যক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নিলেন রেফারি। ফলে  পরিত্যক্ত হয়ে গেল ঘরোয়া লিগে মোহনবাগান বনাম এরিয়ানের ম্যাচ। খেলা শুরু হওয়ার পর থেকেই বারাসতে বৃষ্টি নামে। ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়। তারপরও মিনিট কুড়ি খেলা হওয়ার পর খারাপ দৃশ্যমানতার কারণে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি।

দুই দলের প্রথম একাদশের ফুটবলাররা ড্রেসিংরুমেও ফিরে যান। ম্যাচ বন্ধ হওয়ার প্রায় কুড়ি মিনিট পর ফের মাঠে নেমে পর্যবেক্ষণ করেন রেফারি আর লাইন্সম্যানেরা। দেখা যায় দুটো গোলপোস্টের সামনে জল জমে গেছে। বল গড়াচ্ছে না। গ্রাউন্ড স্টাফেদের সঙ্গে কথা বলেন রেফারি। এই পরিস্থিতিতে এরিয়ান ম্যাচ খেলতে চাইলেও খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেন মোহনবাগান ম্যানেজার শিবাজি ব্যানার্জি। শেষপর্যন্ত খেলা বন্ধ হওয়ার প্রায় একত্রিশ মিনিট পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।

.