মোহন কোচ হলেন প্রশান্ত ব্যানার্জি, টেকনিক্যাল ডিরেক্টর সুব্রত ভট্টাচার্য
মোহনবাগানের নতুন কোচ হলেন প্রশান্ত ব্যানার্জি।টেকনিক্যাল ডিরেক্টর হলেন সুব্রত ভট্টাচার্য।প্রথমে ইউবি গ্রুপের আপত্তি ছিল ভারতীয় কোচ নিয়োগের ব্যাপারে। সেক্ষেত্রে পাল্লা ভারি ছিল ভারতে কোচিং করানো কোনও বিদেশি কোচের।
মোহনবাগানের নতুন কোচ হলেন প্রশান্ত ব্যানার্জি।টেকনিক্যাল ডিরেক্টর হলেন সুব্রত ভট্টাচার্য।প্রথমে ইউবি গ্রুপের আপত্তি ছিল ভারতীয় কোচ নিয়োগের ব্যাপারে।
সেক্ষেত্রে পাল্লা ভারি ছিল ভারতে কোচিং করানো কোনও বিদেশি কোচের।অবশেষে মোহনবাগানের শীর্ষকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয় এই মূহুর্তে দলের যা অবস্থা,হাল ধরতে পারবেন কোনও দেশি কোচই।সেক্ষেত্রে তাঁরা আস্থা দেখান ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের উপর।কিন্তু এএফসির নিয়মানুযায়ী আইলিগের কোচ হতে হবে এ লাইসেন্সধারী।
সেজন্য টেকনিক্যাল কমিটির সদস্য প্রশান্ত ব্যানার্জিকেই দায়িত্ব দেওয়া হয় কোচের।