মুরগির পর এবার গরু! উন্নত প্রজাতির গরু তৈরিতে এমএস ধোনি

নিজের ফার্ম নিয়ে বেশ সিরিয়াস বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ৪৩ একর জমির ওপর রাঁচিতে ফার্ম হাউস তৈরি করেছেন এমএসডি। 

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 8, 2020, 04:05 PM IST
মুরগির পর এবার গরু! উন্নত প্রজাতির গরু তৈরিতে এমএস ধোনি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  কড়কনাথ মুরগির পর এবার উন্নত প্রজাতির গরু তৈরিতে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে তাঁর ফার্ম হাউসে সেই নতুন ব্রিডের একাধিক গরুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। এই ছবি প্রকাশ্যে আসতেই জোর আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন - এক কিডনিতে বিশ্ব মিটে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ  

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমিরশাহি আইপিএলে কেরিয়ারের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। লকডাউনে ভারতের প্রাক্তন অধিনায়ককে কৃষিকাজ করতে দেখা গিয়েছিল।

নিজের ফার্ম নিয়ে বেশ সিরিয়াস বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ৪৩ একর জমির ওপর রাঁচিতে ফার্ম হাউস তৈরি করেছেন এমএসডি।  এখন সেই ফার্ম হাউসেই রয়েছেন তিনি। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার থান্ডলা ব্লকের বিনোদ মেহেতার কাছ থেকে কড়কনাথ মুরগি কিনেছেন মাহি। ১৫ ডিসেম্বরের মধ্যে সেই ২০০০ কড়কনাথ মুরগির ছানা রাঁচিতে ধোনির ফার্ম হাউসে ডেলিভারি হওয়ার কথা।

 

আরও পড়ুন - প্রয়াত কিংবদন্তি মারাদোনার নামে মিউজিয়াম হবে কলকাতায়!

.