MS Dhoni: ধোনির বাড়িতে রমরমিয়ে অবৈধ কাজ, কিংবদন্তিকে আইনি নোটিস! তোলপাড় ভারতীয় ক্রিকেট

MS Dhoni's Ranchi house: মহাবিপাকে মহেন্দ্র সিং ধোনি! কিংবদন্তিকে ধরানো হচ্ছে আইনি নোটিস  

Updated By: Dec 23, 2024, 08:14 PM IST
MS Dhoni: ধোনির বাড়িতে রমরমিয়ে অবৈধ কাজ, কিংবদন্তিকে আইনি নোটিস! তোলপাড় ভারতীয় ক্রিকেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাঁচির মেকন কলোনির ঘুপচি কোয়ার্টার থেকে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) স্বপ্নের উড়ানের আজ রূপকথা। ধোনি মেকন কলোনি ছেড়ে চলে এসেছিলেন হরমু হাউজিং কলোনিতে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এখানেই পাঁচ কাটা জমি উপহার দিয়েছিল ঝাড়খণ্ড সরকার। ধোনিকে এখানে বেশ কিছুদিন থাকার পর চলে এসেছেন রাঁচির রিং রোডে। সেখানে সাত একর জমিতে তিন বছর ধরে তৈরি হয়েছে ধোনির প্রাসাদোপম ফার্মহাউস। এখানেই পরিবার ও একাধিক পোষ্য নিয়ে থাকেন তিনি। তবে এবার খবরের শিরোনামে ধোনির হরমু হাউজিং কলোনি!

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আসছেন না শামি! বিগ ব্রেকিং দিল বিসিসিআই, তাহলে চোট কী আবার...

ধোনি হরমু হাউজিং কলোনির যে বাড়িতে থাকতেন, সেই বাড়িই নাকি ব্য়বহৃত হচ্ছে অবৈধ বাণিজ্যিক উদ্দেশ্যে! ১০ হাজার স্কোয়ারফিটের এই বাড়িতে নাকি রমরমিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টার! ধোনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ড। তাঁকে সম্ভবত পাঠানো হতে পারে আইনি নোটিসও। ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান জানিয়েছেন যে, বোর্ড কর্তৃক বরাদ্দ আবাসিক জমিগুলি শুধুমাত্র আবাসিক উদ্দেশ্যেই ব্যবহার করা যেতে পারে, এবং এর কোনও বিচ্যুতি হলে তা অবৈধ বলেই গণ্য করা হবে।

যদিও কোনও নোটিসের কথা বলেননি পাসওয়ান। তাঁর বক্তব্য়, 'ধোনিকে এখনও কোন নোটিস দেওয়া হয়নি, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্তের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলেই ধোনিকে নোটিস দেওয়া হবে। তবে প্রায় ২০০-৩০০ লোককে নোটিস জারি করা হয়েছে, যাঁরা বরাদ্দ আবাসিক জমিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। এই বিষয়ে আমরা সচেতন। সমস্যাটি আমাদের নজরে এসেছে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।' দেখা যাক ধোনির কপালে এবার কী লেখা রয়েছে!

আরও পড়ুন: হাসপাতালে বিনোদ কাম্বলি, অবস্থা সংকটজনক! ডাক্তাররা জানিয়ে দিলেন...
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

.