কাল কলম্বো টেস্টে দলে ফিরছেন বিজয়, ভাজ্জির বদলে হয়ত বিনি
কাল, বৃহস্পতিবার কলম্বোয় পি সারা ওভালে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। সঙ্গাকারার ফেয়ারওয়েল টেস্ট নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে যতই আবেগ থাকুক, ভারতীয় দলের কাছে ওসব আবেগে মাথা গলানোর সময় নেই। এক বছরের বেশি সময় হয়ে গেল কোনও টেস্টে জিততে পারেনি ভারত। শেষ তিন বছরে বিদেশের মাটিতে মাত্র একটা টেস্টে জয় এসেছে। হেরে গেলে সিরিজ হার তো থাকছেই সঙ্গে অধিনায়ক কোহলিকে নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে। রবি শাস্ত্রীর চেয়ারও টলমল করবে। এমন একটা গুরুত্বপূর্ণ টেস্টে নেই ফর্মে থাকা শিখর ধাওয়ান। ধাওয়ানের জায়গায় দলে ফিরছেন মুরলী বিজয়। মুরলী বিজয়ের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। তিনে সেই রোহিতেই ভরসা রাখছে টিম ম্যানজেনমেন্ট। তিন স্পিনার থিওরি থেকে সরে এসে হরভজন সিংয়ের জায়গায় হয়তো দলে আসবেন স্টুয়ার্ট বিনি।
ওয়েব ডেস্ক: কাল, বৃহস্পতিবার কলম্বোয় পি সারা ওভালে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। সঙ্গাকারার ফেয়ারওয়েল টেস্ট নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে যতই আবেগ থাকুক, ভারতীয় দলের কাছে ওসব আবেগে মাথা গলানোর সময় নেই। এক বছরের বেশি সময় হয়ে গেল কোনও টেস্টে জিততে পারেনি ভারত। শেষ তিন বছরে বিদেশের মাটিতে মাত্র একটা টেস্টে জয় এসেছে। হেরে গেলে সিরিজ হার তো থাকছেই সঙ্গে অধিনায়ক কোহলিকে নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে। রবি শাস্ত্রীর চেয়ারও টলমল করবে। এমন একটা গুরুত্বপূর্ণ টেস্টে নেই ফর্মে থাকা শিখর ধাওয়ান। ধাওয়ানের জায়গায় দলে ফিরছেন মুরলী বিজয়। মুরলী বিজয়ের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। তিনে সেই রোহিতেই ভরসা রাখছে টিম ম্যানজেনমেন্ট। তিন স্পিনার থিওরি থেকে সরে এসে হরভজন সিংয়ের জায়গায় হয়তো দলে আসবেন স্টুয়ার্ট বিনি।
গলে হারের ধাক্কা ভুলে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। সিরিজের প্রথম টেস্টে প্রথম তিন দিন চালকের আসনে থেকেও দলের হারে স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক বিরাট কোহলি। তবে ভারত অধিনায়ক জানিয়েছেন তার ছেলেরা গলের হার থেকে শিক্ষা নিয়েই নামছে পি সারা ওভালে। কোহলি যাই বলুন কেন দলের বস কিন্তু সেই রবি শাস্ত্রী।
শাস্ত্রীর অঙ্গুলিহেলনেই যে গোটা দল চলছে তা পরিস্কার হয়ে যায় কোহলির সংবাদিক সম্মেলনের বক্তব্যে। সাংবাদিকদের সামনে কোহলি একেবারেই টিম ডিরেক্টরের সুরে সুর মেলালেন। সোমবার রবি শাস্ত্রী বলেছিলেন এই ভারতীয় দলে ভীষণভাবে একজন অলরাউন্ডারের প্রয়োজন। ম্যাচের আগের দিন কোহলিও সেই বক্তব্যে সায় দিয়ে স্টুয়ার্ট বিনিকে খেলানোর পক্ষেই সওয়াল করলেন।