লাল সুরকির রাজার কাছে অসহায় আত্মসমর্পণ মারের, ফরাসি ওপেনের ফাইনালে সেই রাফা-জোকারের ডুয়েল

না। অ্যান্ডি মারে পারলেন না। র‍্যোঁলা গারোর রাজার রথের ধুলোয় উড়ে গেলেন এই স্কটিশ। ফরাসি ওপেনের সেমিফাইনালের আগে সব হুঙ্কার জলাঞ্জলি দিয়ে অপ্রতিরোধ্য নাদালের র‍্যাকেটের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন মারে। খেলার ফলাফল ৬-৩, ৬-২, ৬-১।

Updated By: Jun 6, 2014, 10:46 PM IST

না। অ্যান্ডি মারে পারলেন না। র‍্যোঁলা গারোর রাজার রথের ধুলোয় উড়ে গেলেন এই স্কটিশ। ফরাসি ওপেনের সেমিফাইনালের আগে সব হুঙ্কার জলাঞ্জলি দিয়ে অপ্রতিরোধ্য নাদালের র‍্যাকেটের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন মারে। খেলার ফলাফল ৬-৩, ৬-২, ৬-১।

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে বিশ্বের ৭ নম্বরকে একটাও ব্রেক পয়েন্ট দখল করতে দিলেন না বিশ্বের পয়লা নম্বর। লাল সুরকির কোর্টে স্বপ্নের ফোরহ্যান্ডে যখন প্রতিপক্ষকে দুমড়ে ম্যাচ শেষ করলেন রাফা গ্যালারিতে তখন মেক্সিকান ওয়েভ।

ম্যাচের শুরু থেকেই নড়েবড়ে ছিলেন মারে। একগাদা আনফোর্সড এরর নাদালের জয় আরও সহজ করে দিল।

নবম বারের জন্য ফরাসি ওপেন জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রাফার সামনে এখন জোকার বাধা। ফরাসি ওপেনের ওপর সেমিফাইনালে আরনেস্ট গুল্বিস্কে ৬-৩, ৬-৩, ৩-৬, ৬-৩ হারিয়ে ফাইনালে নোভাক জকোভিচ।

.