'নাইটরত্ন' সুনীল নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ

Updated By: Sep 30, 2014, 04:24 PM IST
'নাইটরত্ন' সুনীল নারিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ

 

ওয়েব ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে পড়লেন নাইট রাইর্ডাসের ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। সোমবার চ্যাম্পিন্স লিগ টি ২০-তে ডলফিন্স দলের বিরুদ্ধে ম্যাচে এই ক্যারিবিয়ান বিষ্ময় স্পিনারের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট জমা দেন তিন আম্পায়ার। এই তিন আম্পায়ার হলেন অনীল চৌধুরী, শামসুদ্দিন এবং কুমারা ধর্মসেনা।

জোরে বল বা 'কুইকার বল'-করার সময়  নারিন বল ছুঁড়ছেন বলে ওই রিপোর্টে লেখা হয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও তিনি প্রতিযোগিতা বল করতে পারবেন। প্রতিযোগিতার আর একবার তাঁর বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের রিপোর্ট জমা পড়লে নির্বাসিত হতে হবে সুনীল নারিনকে। টানা ১৩ ম্যাচ জেতা কেকেআর-এর কাছে বড় ধাক্কার খবর।

চ্যাম্পিয়ন্স লিগ টি২০ গাইডলাইন অনুযায়ী নারিন এবার বিসিসিআইয়ের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির কাছে এই বিষয়ে আবেদন জানাতে পারেন। এখন তাঁকে সর্তক করে দেওয়া হয়েছে।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় সবার আগে আছেন।

.