নতুন সংকটে ভারতীয় দল, নির্বাসিত ধোনি
সিরিজ হারের পর নতুন বিপত্তি ভারতীয় শিবিরে। স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা হচ্ছে তাঁর। আর বাকি সদস্যদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা হচ্ছে।
সিরিজ হারের পর নতুন বিপত্তি ভারতীয় শিবিরে। স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা হচ্ছে তাঁর। আর বাকি সদস্যদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা হচ্ছে।
সিরিজ হারের পর ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়েছেন ধোনি। বিদেশে টানা ৭ টি টেস্টে হার। তার ওপর মরার উপর খাঁড়ার ঘায়ের মত অধিনায়ক ধোনির শাস্তির খবর পেল ভারতীয় দল। পারথ টেস্টে স্লোওভার রেটের জন্য একম্যাচ নির্বাসিত হলেন মাহি। ফলে অ্যাডিলেড টেস্টে নেই তিনি। সাম্প্রতীক অতীতে বিদেশের মাটিতে ভারতের এই চূড়ান্ত ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়েছেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ধোনি জানান,সিরিজ হারের জন্য তিনিই মূল দোষী এবং ব্যর্থতার সব দায় তিনি মাথা পেতে নিচ্ছেন। নিজের কাঁধে সব দোষ নেওয়ার পাশাপাশি গোটা সিরিজে ব্যাটিং ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছেন মাহি। লক্ষ্ণ,সচিন,রাহুল সমৃদ্ধ তথাকথিত বিশ্বসেরা ব্যাটিং লাইনের যেভাবে ভরাডুবি হয়েছে তারও সমালোচনা করেন ধোনি। ধোনির সমালোচনার মুখে পড়েছে,দলের বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাবও। ধোনি শাস্তি পাওয়ায় অ্যাডিলেড টেস্টে উইকেটের পিছনে দেখা যাবে বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে আর অধিনায়কত্ব করবেন সম্ভবতঃ সেওয়াগ।