ওয়েব ডেস্ক: সোনালি সন্ধ্যায় ব্রাজিলের অধিনায়কত্ব ছাড়লেন নেইমার।  দুবছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাত-এক গোলে হারিয়েছিল জার্মানি। অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুঃস্বপ্নের সেই রাত এখনও ভুলতে পারেননি নেইমাররা। বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে তার বদলা নেওয়ার সুযোগ ছিল ব্রাজিলের সামনে। অলিম্পিকের ইতিহাসে ফুটবলে কখনও সোনা জেতেনি ব্রাজিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক


একইসঙ্গে উনিশশো পঞ্চাশ বিশ্বকাপ ফাইনালে মারাকানায় উরুগুয়ের কাছে হারের পর ঘরের মাঠে কোনও বড় টুর্নামেন্ট জিততে না পারার যন্ত্রনা। তাই মারাকানায় নেইমারদের সামনে ছিল তিনটে টার্গেট। শনিবার রাতে এক ঢিলে তিনটে পাখিই মারলেন নেইমাররা। বিশ্বকাপে জার্মানির হাতে পর্যুদস্ত হওয়ার যন্ত্রণা কিছুটা হলেও কমল। অন্যদিকে অলিম্পিক ফুটবলে  কখনও সোনা না জেতার আক্ষেপটাও কাটল ব্রাজিলবাসীর। ব্রাজিলকে অলিম্পিক চ্যাম্পিয়ন করেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেন নেইমার। ব্রাজিলের ওয়ান্ডার বয় জানিয়ে দিয়েছেন ব্রাজিলের মত দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানো সবসময়ই সম্মানের আর গর্বের।


আরও পড়ুন দুর্দান্ত রেকর্ড করলেন অসি পেসার মিচেল স্টার্ক


টিটের কোচিংয়ে আপাতত শুধু ফুটবলার হিসাবে নিজের কাজটা করতে চান নেইমার।দুবছর আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কোমরে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল তাঁকে । মাঠের বাইরে বসে দেখতে হয়েছিল দলের লজ্জার হার। মানসিক যন্ত্রনায় বিদ্ধ হতে হয়েছিল বার্সা তারকাকে। মারাকানায় ব্রাজিলের শাপমুক্তি ঘটিয়ে চোখের জল চেপে রাখতে পারলেন না নেইমার। তবে এটা আনন্দাশ্রু। জ্বালা মেটাবার আনন্দ। দেশের মানুষের ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার স্বস্তি।


আরও পড়ুন  ইমতিয়াজ আলির ফিল্মে প্রাগে শুটিং শুরু করলেন শাহরুখ খান