দুঙ্গার ইচ্ছায় নেইমারের শাস্তি কমানোর আপিল করেনি ব্রাজিল ফুটবল সংস্থা

ব্রাজিল কোচ দুঙ্গার ইচ্ছাতেই নেইমারের নির্বাসনের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে নিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থা। কোপা আমেরিকা শেষ হওয়ার পর নেইমার শাস্তি বিতর্কে মুখ খুলে এমনটাই জানালেন ব্রাজিল ফুটবল সংস্থার সচিব ওয়াল্টার ফেল্ডম্যান। 

Updated By: Jul 6, 2015, 04:04 PM IST
দুঙ্গার ইচ্ছায় নেইমারের শাস্তি কমানোর আপিল করেনি ব্রাজিল ফুটবল সংস্থা

ব্যুরো: ব্রাজিল কোচ দুঙ্গার ইচ্ছাতেই নেইমারের নির্বাসনের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে নিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থা। কোপা আমেরিকা শেষ হওয়ার পর নেইমার শাস্তি বিতর্কে মুখ খুলে এমনটাই জানালেন ব্রাজিল ফুটবল সংস্থার সচিব ওয়াল্টার ফেল্ডম্যান। 

কলম্বিয়া ম্যাচের পর গণ্ডগোলে জড়ান ব্রাজিল ফুটবলের ওয়ান্ডার বয়। টানেলে রেফারিকেও গালিগালাজ করার অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশন ৪ ম্যাচের জন্য নির্বাসিত করেছিল। নেইমারের শাস্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে আপিলের সিদ্ধান্ত নিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থা। আপিল করার আগে দুঙ্গা সহ ব্রাজিলের কোচিং স্টাফেদের মতামত চেয়েছিলেন ফুটবল ফেডারেশনের কর্তারা। কোনওরকম ইতস্তত না করেই দুঙ্গা সাফ জানিয়ে দেন নেইমারের শাস্তি চ্যালেঞ্জ করার কোনও প্রয়োজন নেই। তারপরই নেইমারের শাস্তির বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নেয় ব্রাজিল ফুটবল সংস্থা। সংস্থার সচিবের দাবি নেইমারের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

.