ওয়েব ডেস্ক:  মেসি এবং নেইমার শেষ এক সপ্তাহে খবরে বেশি ছিলেন কর ফাঁকির কারণে। নেইমারের কর ফাঁকি ইস্যুতে মামলার পথে না হেঁটে কোর্টের বাইরে মীমাংসা করে নিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকার পুরনো ক্লাব স্যান্টোসকে ছয় দশমিক দুই মিলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হলেন ক্যাটালিয়ান্স ক্লাবের কর্তারা। ২০১৩ সালে স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার।


এরপরই ব্রাজিলের সেরা তারকার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। নাম জড়িয়ে যায় বার্সেলোনারও। গোটা ঘটনায় বড়সড় সমস্যায় জড়িয়ে পরেন বার্সেলোনার সভাপতি জোসেপ বার্তেমিউ। শেষ পর্যন্ত মোটা অঙ্কের অর্থ দিয়ে মীমাংসার পথে হাঁটল বার্সেলোনা  কর্তৃপক্ষ।