প্রয়াত স্টিফেন হকিংকে নকল করে সমালোচনার মুখে নেইমার

প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংকে নকল করে সমালোচনার মুখে পড়তে হল নেইমারকে। এই মুহুর্তে ব্রাজিলে নিজের গোড়ালির চোট সারাচ্ছেন ব্রাজিলীয় তারকা। চোটের কারণে হুইল চেয়ারের সাহায্য নিতে হচ্ছে তাঁকে। 

Updated By: Mar 15, 2018, 03:07 PM IST
প্রয়াত স্টিফেন হকিংকে নকল করে সমালোচনার মুখে নেইমার

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংকে নকল করে সমালোচনার মুখে পড়তে হল নেইমারকে। এই মুহুর্তে ব্রাজিলে নিজের গোড়ালির চোট সারাচ্ছেন ব্রাজিলীয় তারকা। চোটের কারণে হুইল চেয়ারের সাহায্য নিতে হচ্ছে তাঁকে। 

আরও পড়ুন- শ্রীলঙ্কায় আসুন, বিরুষ্কাকে আমন্ত্রণ ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরার

বুধবারই কেমব্রিজে প্রয়াত হন বিজ্ঞান সাধক স্টিফেন হকিং। দুরারোধ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার জন্য জীবনের বেশিরভাগ অংশ হুইল চেয়ারেই কাটাতে হয়েছে তাঁকে। তা সত্বেও বিজ্ঞান সাধনা থেকে সরে আসেননি তিনি। হকিংয়ের মৃত্যুর পর তাঁকে অনুকরণ করে হুইল চেয়ারে বসে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবি পোস্ট করেন নেইমার। সঙ্গে লেখেন সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। যেকোনও পরিস্থিতিতে নিজের সেরাটা বের করে আনতে হবে। এরপরই সোস্যাল নেটওয়ার্কিং সাইটে ট্রোলড হন ব্রাজিলীয় তারকা। কাণ্ডজ্ঞানহীন ছবি পোস্ট করার জন্য নেইমারের সমালোচনাও করেন তার ভক্তরা।

আরও পড়ুন- যুবরাজের ছক্কার রেকর্ড ভাঙলেন রোহিত

.