টাইগারদের 'বাংলা মার' দিতে জিমে কসরত গব্বরের
ফাইনালে শিখর ধবনের দিকে নজর ভারতের।
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ থেকেই ফর্মের শিখরে 'গব্বর' ধবন। শ্রীলঙ্কায় চলতি ত্রিদেশীয় সিরিজে ৪৭ গড় রেখে ১৮৮ রান করেছেন। স্ট্রাইক রেটও চোখ ধাঁধানো- ১৪৫.৭৩। রবিবার অর্থাত্ আজ ফাইনালে তাঁর উপরেই ভরসা করছে ভারত।তিনি একটা লম্বা ইনিংস খেলে দিতে পারলেই কেল্লাফতে!
ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ফাইনালের আগে জিমে কসরত করছেন শিখর ধবন। সেই ভিডিও আপলোড করেছেন টুইটারে। ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রাইসেপ, ও ফোর আর্মসের ব্যায়াম করছেন গব্বর। টুইটারে তিনি লিখেছেন, ''যখনই মনে হবে আমি কত দূর যেতে পারি, তখন কত দূর এসেছি এটা ভাব। কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নিজের উপর ভরসা রাখতে হবে। নিজের সঙ্গে সময় কাটাও। উন্নতি করার চেষ্টা চালিয়ে যাও। বিশ্বাস কর, তুমি সফল হবেই।''
Whenever you find yourself doubting how far you can go, just remember how far you have come. Trust yourself to come out victorious in every difficult situation in life. Spend time with yourself to keep improving and believing that you too can make it big in life! pic.twitter.com/9prRed6wuY
— Shikhar Dhawan (@SDhawan25) 17 March 2018
আরও পড়ুন- নতুন ভাষা শিখছেন ভারত অধিনায়ক, ভাইরাল ভিডিও
ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ রানের নিরিখে তৃতীয় স্থানে শিখর ধবন। শীর্ষে রয়েছেন কুশল পেরেরা (২০৪)। ফাইনালে কুশলকে পেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।