নিজস্ব প্রতিবেদন: রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত ভারতের। ৭-এ ব্যাট করতে আসা দীনেশের ঐতিহাসিক ইনিংসেই নিদহাস ট্রফির মালিক হল 'মেন ইন ব্লু'রা। দীনেশ কার্তিকের শেষ বলে ছয়, ইতিমধ্যেই হল অফ ফেম-এ স্থান পাওয়ার মতো। পাক কিংবদন্তী মিয়াঁদাদের সঙ্গেও তাঁর তুলনা টানছেন অনেকে। খবরের শিরোনাম জুড়ে থাকা জয়ের নায়ক দীনেশের ছবিকেই সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট মহলও। তবে অধিনায়ক রোহিতের চোখে সে দিনের সেরা মুহূর্ত ক্রিকেটের জয়। সম্প্রীতির ছবিকেই সেরা বলে মনে করছেন ভারত অধিনায়ক।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শেষ বলে কার্তিকের ছয় নাকি দেখেননি রোহিত!


মাঠে তাঁরা একে-অপরের বিরুদ্ধে গলা ফাটান। নিজের দলকে জেতাতে '১২ নম্বর ক্রিকেটার' হিসেবে দায়িত্ব নির্বাহ করেন গ্যালারি থেকে। যুযুধান প্রতিপক্ষ বললেও কম বলা হয়। তবে ক্রিকেটের জয়ে 'রহিমে'র কাঁধে চেপে প্রেমেদাসা পরিক্রমা করেছে 'রাম'। ভারত অধিনায়কের চোখে সেরা মুহূর্ত এই সম্প্রীতির ছবিই। 



আরও পড়ুন- বাংলাদেশ 'থার্ড ক্লাস'! টুইট ডিলিট করলেন সনথ জয়সূর্য


নিদহাস ট্রফি জয়ের পর গোটা ভারতীয় দল যখন প্রেমেদাসা প্রদক্ষিণ করছে তখন বিজয় মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন দুই ক্রিকেট অনুরাগী। একজন সচিন ভক্ত সুধীর এবং অন্যজন শ্রীলঙ্কার ফ্যান মহম্মদ নিলাম। ইনি আবার রোহিত শর্মার 'অন্ধ ভক্ত'। শঙ্খধ্বনি আর তেরঙ্গা উড়িয়ে যখন প্রেমেদাসায় ভাতৃ প্রেমের ভেলা ভাসিয়ে দিলেন সুধীর, তখন মাঝি হলেন মহম্মদ নিলাম। সুধীরকে একেবারে কোলে তুলে, কাঁধে চাপিয়ে উল্লাসে মাতলেন শ্রীলঙ্কার এই সমর্থক। যা দেখে ভারত অধিনায়ক বলে ফেললেন, 'খেলাই আমাদের এক করল'। 


আরও পড়ুন- কার্তিকের কীর্তিতে গর্বিত স্ত্রী দীপিকা