Sourav Ganguly: পন্টিংয়ের বিদায় আসন্ন, আগামী মরসুমে পন্থ-ওয়ার্নারদের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়

রিকি পন্টিং নন, দিল্লির কোচের হটসিটে বসা উচিত সৌরভেরই। কোচিং স্টাফের ভূমিকায় যে তাঁরা বিশেষ সন্তুষ্ট নন, সেটাও মরসুম চলাকালীন বুঝিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। আর তাই শেষ পর্যন্ত পন্টিংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিল দিল্লি কর্তৃপক্ষ। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 7, 2023, 09:12 PM IST
Sourav Ganguly: পন্টিংয়ের বিদায় আসন্ন, আগামী মরসুমে পন্থ-ওয়ার্নারদের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়
দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তখনই দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। আর ঠিক তাই হল। দিল্লির হেড কোচের পদ থেকে অস্ট্রেলিয়ার (Australia) দু'বার বিশ্বকাপ জয়ীকে ছেঁটে ফেলা হল। আগামী মরসুম (IPL 2024) থেকে আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 'দাদা' কিংবা দিল্লি শিবিরের তরফ থেকে এই ইস্যু নিয়ে এখনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, মেন্টর থেকে এবার কোচের আসনে বসতে চলেছেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। 

বিসিসিআই-এর সভাপতির মেয়াদ শেষ করার পর গত মরসুমে ফের দিল্লি শিবিরে যোগ দেন সৌরভ। তবে তিনি ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে যোগ দিয়েছিলেন। অন্যদিকে হেড কোচের পদে ছিলেন পন্টিং। কিন্তু ঋষভ পন্থের অবর্তমানে ডেভিড ওয়ার্নারা আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। সব দিক থেকেই ব্যর্থ হয়েছে দিল্লি। 

আরও পড়ুন: Ravichandran Ashwin, WTC Final 2023: 'বিশ্বের এক নম্বর স্পিনারকে কেউ বসিয়ে রাখে!' অশ্বিন ছাঁটাই হতেই রোহিতকে ধমক আজহারের

আরও পড়ুন: Wrestlers Protest: স্থগিত কুস্তিগীরদের বিক্ষোভ, ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত ১৫ জুনের মধ্যে! নির্বাচন ৩০ জুন, জানালেন অনুরাগ ঠাকুর

আর তাই ইরফান পাঠানের মতো প্রাক্তন বলে দিয়েছিলেন, রিকি পন্টিং নন, দিল্লির কোচের হটসিটে বসা উচিত সৌরভেরই। কোচিং স্টাফের ভূমিকায় যে তাঁরা বিশেষ সন্তুষ্ট নন, সেটাও মরসুম চলাকালীন বুঝিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। আর তাই শেষ পর্যন্ত পন্টিংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিল দিল্লি কর্তৃপক্ষ। এবার থেকে দলের সব সিদ্ধান্ত নেবেন সৌরভ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.