রুদ্ধশ্বাস সেমিতে ওয়ারিঙ্কাকে হারিয়ে অসি অপেনের ফাইনালে জোকার

পাঁচ সেটের থ্রিলারে স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। মেলবোর্ন পার্কে সেমির লড়াই জিততে অবশ্য কালঘাম ছুটে গেল সার্বিয়ান তারকার।

Updated By: Jan 30, 2015, 06:36 PM IST
রুদ্ধশ্বাস সেমিতে ওয়ারিঙ্কাকে হারিয়ে অসি অপেনের ফাইনালে জোকার
Photo Courtesy: AFP

মেলবোর্ন: পাঁচ সেটের থ্রিলারে স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। মেলবোর্ন পার্কে সেমির লড়াই জিততে অবশ্য কালঘাম ছুটে গেল সার্বিয়ান তারকার।

সাড়ে তিন ঘন্টার রুদ্ধশ্বাস ম্যাচে জোকোভিচের সঙ্গে প্রতিটা মুহূর্ত লড়াই করে গেলেন গতবারের চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা। চতুর্থ সেটের পর মনে হচ্ছিল অস্ট্রেলিয়ান ওপেনে বড় ধরনের অঘটন অপেক্ষা করে আছে। তবে শেষ সেট ৬-০ গেমে জিতে বাজিমাত করলেন জোকোভিচ। ওয়ারিঙ্কাকে  জোকার হারান ৭-৬, ৩-৬,৬-৪, ৪-৬, ৬-০ সেটে। রবিবারের ফাইনালে জোকোভিচের মুখোমুখি হবেন অ্যান্ডি মারে। পঞ্চমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়ে জোকেভিচ।    

 

.