নিজস্ব প্রতিবেদন: খেলতে খেলতে আছাড় খেয়ে শুয়ে পড়লেন কোর্টে। আবার উঠেও দাঁড়ালেন। এবং ম্যাচটা জিতে চলে গেলেন চলতি উইম্বলডনের (Wimbledon 2022) দ্বিতীয় রাউন্ডে। এরপর কঠিন লড়াইয়ের মুখোমুখি হলেও ইতিহাস গড়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখালেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ (Novak Djokovic)। প্রথম রাউন্ডে কোরিয়ান সুনয়ু ওনকে (Kwon Soon-woo) হারানোর পর জোকার ছুঁলেন বিরল মাইলস্টোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত তিনবারের চ্যাম্পিয়ন জকোভিচ এ বার অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নেমেছেন কেরিয়ারের ১০ নম্বর উইম্বলডন খেতাবের খোঁজে। শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা অভিযান শুরু করেলন জয় দিয়েই। যদিও প্রথম রাউন্ডেই একটি সেট তাঁকে খোয়াতে হয় সুনয়ু ওনের কাছে। জকোভিচ ২ ঘণ্টা ২৭ মিনিটে চার সেটের লড়াই জেতেন ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। 



কোরিয়ান তারকাকে হারিয়ে উইম্বলডনের ইতিহাসে প্রথম টেনিস তারকা হিসাবে ৮০টি ম্যাচ জেতার নজির গড়েন জকোভিচ। ম্যাচের শেষে তিনি আশা প্রকাশ করেন সংখ্যাটা ১০০-য় নিয়ে যাওয়ার।



গত তিনটি মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে জকোভিচ দীর্ঘদিন অপরাজিত রয়েছে উইম্বলডনে। প্রতিযোগিতায় এটি জোকারের টানা ২২ নম্বর ম্যাচ জয়। 


আরও পড়ুন: Virat Kohli, Rohit Sharma: কেন ভারতের মহাতারকাদের উপর ক্ষুব্ধ বিসিসিআই? জেনে নিন


আরও পড়ুন: Exclusive, Junior Wimbledon: ঘাসের কোর্টে দাপট দেখাতে যাচ্ছেন প্রথম বঙ্গতনয়া ঐশী দাস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)