প্রয়াত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো
তিনিই প্রথম উপজাতি সম্প্রদায়ের খেলোয়াড় হিসেবে ভারতের হকি দলে সুযোগ পান।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![প্রয়াত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো প্রয়াত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/31/299199-582e3cdf-53a7-4f6d-8c44-a467692f022b.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত ১৯৭২ সালের অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য মাইকেল কিন্ডো। বৃহস্পতিবার ৩.৩০টে নাগাদ রউরকেল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই নানান অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তিনিই প্রথম উপজাতি সম্প্রদায়ের খেলোয়াড় হিসেবে ভারতের হকি দলে সুযোগ পান।
১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কিন্ডো। এরপর ১৯৭৫ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জেতেন তিনি। তাঁর মৃত্যুতে ভারতের হকি দলের তরফে শোকপ্রকাশ করা হয়েছে। টুইট করে ভারতের হকি দলের তরফে জানানো হয়, “আমাদের প্রাক্তন হকি খেলোয়াড় ও ১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী মাইকেল কিন্ডোর প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
কিন্ডোর পরিবারের তরফ থেকে জানানো হয় যে রাউরকেল্লার ইস্পাত জেনারেল হসপিটালে বার্ধক্যজনিত সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন এবং অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়।