ঈশ্বরের হাতেই দলের ভাগ্যকে সঁপলেন বীরু

``শুধুমাত্র ঈশ্বরই এই মূহুর্তে আমদের রক্ষা করতে পারেন।`` ইডেন টেস্টে ভারতীয়দের শোচনীয় প্যারফর্মেন্সের পর এ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বীরেন্দ্র সেওয়াগ। অবশ্য বোর্ড প্রেসিডেন্ট বা ক্যাপ্টেনের মত ইডেনের পিচকে মোটেও ভিলেনের আসনে বসালেন না বীরু। তার বদলে নিজেদের ব্যাটিং ব্যার্থতার কথা কার্যত স্বীকার করে নিলেন তিনি।

Updated By: Dec 8, 2012, 09:29 PM IST

``শুধুমাত্র ঈশ্বরই এই মূহুর্তে আমদের রক্ষা করতে পারেন।`` ইডেন টেস্টে ভারতীয়দের শোচনীয় প্যারফর্মেন্সের পর এ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বীরেন্দ্র সেওয়াগ। অবশ্য বোর্ড প্রেসিডেন্ট বা ক্যাপ্টেনের মত ইডেনের পিচকে মোটেও ভিলেনের আসনে বসালেন না বীরু। তার বদলে নিজেদের ব্যাটিং ব্যার্থতার কথা কার্যত স্বীকার করে নিলেন তিনি।
সেওয়াগ আজকের সাংবাদিক সম্মেলনে গত দুই টেস্টে ভারতীয়দের পরাজয়ের কারণ হিসাবে দলের ব্যাটিংয়ের ভরাডুবিকে দায়ি করেছেন। তিনি জানিয়েছেন `` আমরা আমাদের বোলারদের লড়াই করার মত কোন রানের যোগান দিতে পারেনি। ইডেনের পিচ এখনও ব্যাট করার পক্ষে যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। আমরা লড়াই করছি। কিন্তু কালকের ম্যাচ বাঁচাতে দৈবিক কিছুর প্রয়োজন আছে।`` মিডলঅর্ডারের ব্যার্থতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যুবরাজ বা কোহলি কেউই আর টেস্টে নবাগত নয়। কিন্তু বহুদিন পর টেস্ট খেলা মিডলঅর্ডারের ব্যার্থতার কারণ বলেও তিনি জানিয়েছেন।

.