জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি উইম্বলডনে (Wimbledon 2022) ইতিহাস! আরবের মহিলা হিসেবে প্রথমবার উইম্বলডনের ফাইনালে চলে গেলেন ওন্স জাবেউর (Ons Jabeur)। বৃহস্পতিবার তাত্যানা মারিয়াকে (Tatjana Maria) ৬-২, ৩-৬, ৬-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেলেন তিনি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরব দেশের প্রথম মহিলা হিসাবে আগেও উঠেছিলেন উইম্বলডনের সেমি ফাইনালে। এ বার নিজেই নিজেকে ছাপিয়ে গেলেন তিনি। উইম্বলডনের ফাইনালে উঠে গেলেন। আরবের প্রথম মহিলা হিসাবে উইম্বলডন এবং যে কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে টিকিট পেয়ে নতুন ইতিহাস তৈরি করলেন তিনি। 



২০১১ সালটা সম্ভবত ভুলতে পারবেন না জাবেউর। প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যাম ট্রফিতে হাত রেখেছিলেন তিনি। জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম ছুঁয়েছিলেন। তাঁর দেশ টিউনিশিয়ার কাছেও ২০১১ বছরটা তাৎপর্য্যপূর্ণ। কারণ টিউনিশিয়া থেকেই শুরু হয়েছিল শাসকের বিরুদ্ধে বিপ্লব, গোটা দুনিয়ার কাছে যা পরিচিত ‘আরব স্প্রিং’ নামে। টেনিস র‌্যাকেটের সাহায্যে কোর্টে একের পর এক ফুল ফোটাচ্ছেন তিনি। বোঝাই যাচ্ছে তাঁর এই বিপ্লব এখনই থামার নয়।


আরও পড়ুন: Rafael Nadal, Wimbledon 2022: তলপেটের ছেঁড়া পেশি, পায়ে চোট, তবু ১২ বছরের ছোট বিপক্ষকে হারিয়ে সেমিতে রাফা


আরও পড়ুন: Sania Mirza, Wimbledon 2022: স্বপ্ন অধরা, পার্টনারের ভুলে খালি হাতে বিদায় নিলেন সানিয়া


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)