নিউ জিল্যান্ড থেকেই এফসি গোয়াকে বিরাট শুভেচ্ছাবার্তা পাঠালেন কর্ণধার কোহলি
প্রথম ভারতীয় ফুটবল দল হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পেয়েছে এফসি গোয়া।
নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি। আইপিএল-এ কিং কোহলির দল RCB কিন্তু সাফল্যের মুখ দেখেনি। তবে ফুটবলে নয়া কীর্তি স্থাপন করল কোহলির দল। আর তাই নিউ জিল্যান্ডে বসেই এফসি গোয়াকে বিরাট শুভেচ্ছাবার্তা পাঠালেন কর্ণধার কোহলি
প্রথম ভারতীয় ফুটবল দল হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পেয়েছে এফসি গোয়া। আইএসএল-এর দল এফসি গোয়ার কর্ণধার ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০১৯-২০ মরশুমে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে কোরোমিনাসরাই। আইএসএল-এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করতেই ভারতীয় ফুটবলে নয়া মাইলস্টোন স্পর্শ করে এফসি গোয়া।
Big ups to the Gaurs on becoming the first-ever Indian club to qualify for the AFC Champions League group stage and topping the ISL League table! Keep putting in the work. We are all behind you. #BeGoa #FCGoainAsia https://t.co/r4ZPvgqNmf
— Virat Kohli (@imVkohli) February 20, 2020
দলের এমন সাফল্য দেখে নিউ জিল্যান্ডে বসেই কোরোমিনাসদের বিরাট শুভেচ্ছাবার্তা পাঠান কোহলি। তিনি লেখেন, "গৌড়দের জন্য বিগ আপস...প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে, আইএসএল-এর লিগ টেবিলে শীর্ষে শেষ করায়। পরিশ্রমের ফল পেয়েছে দল .. আমরা সবাই তোমাদের সঙ্গে আছি... "
আরও পড়ুন - আইপিএল শুরুর আগে অল-স্টার ম্যাচ ঘিরে অনিশ্চয়তা!