শীর্ষ বাছাইকে হারিয়ে শেষ চারে পেজ-ভেসনিনা

সানিয়া-মহেশের পর এবার ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার পেজ-এলিনা ভেসনিনা জুটি। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ম্যাক্স মিরনি-লিজেল হুবার জুটিকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ইন্দো-রাশিয়ান জুটি। খেলার ফল ৪-৬, ৭-৫, ১০-৫।

Updated By: Jun 6, 2012, 07:05 PM IST

সানিয়া-মহেশের পর এবার ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন লিয়েন্ডার পেজ-এলিনা ভেসনিনা জুটি। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ম্যাক্স মিরনি-লিজেল হুবার জুটিকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ইন্দো-রাশিয়ান জুটি। খেলার ফল ৪-৬, ৭-৫, ১০-৫।
সেমিফাইনালে পোলিশ-মেক্সিকান জুটি ক্লদিয়া জানস-সান্তিয়াগো গঞ্জালেসের মুখোমুখি পেজ-ভেসনিনা। সেমিফাইনালে জিতলে এই প্রথমবার জন্য ফরাসি ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে মুখোমুখি হতে পারেন পেজ-ভূপতি। সোমবারই দ্বিতীয় বাছাই চেক-আমেরিকান জুটি কেভেতা পেসচেক-মাইক ব্রায়ান স্ট্রেট সেটে(৬-২), (৬-৩) হারিয়ে সেমিফাইনালে পৌঁছছেন ভূপতি-সানিয়া।
মহিলাদের সিঙ্গলসে অঘটন অব্যাহত ছিল মঙ্গলবারও। কাজাকাস্তানের কোয়ালিফায়ার ইয়ারোস্লোভা স্বেদোভার কাছে ৩-৬, ৬-২, ৬-০ হেরে বিদায় নিয়েছেন গত বারের চ্যাম্পিয়ন না লি। বর্তমানে শ্বেদোভার বিশ্বর‌্যাঙ্কিং ১৪২। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভাকেও। অবাছাই চেক প্রতিপক্ষ ক্লারা জাকোপালোভার বিরুদ্ধে প্রথম সেট অনায়াসে জিতলেও দ্বিতীয় সেটে টাইব্রেকারে খুইয়ে বসেন শারাপোভা। এরপর তৃতীয় সেটে হেভিওয়েট রুশ প্রতিপক্ষের সামনে প্রায় দাঁড়াতেই পারেননি ক্লারা। ম্যাচের ফল ৬-৪, ৬-৭, ৬-২।
পুরুষদের সিঙ্গলসে প্রত্যাশা মতোই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল, রজার ফেডারার, নোভাক জোকোভিচ।

.