নিজস্ব প্রতিবেদন: সিডনিতে তৃতীয় দিনে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেলেন অজি অধিনায়ক টিম পেইন। ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা হয়েছে অস্ট্রেলিয়া অধিনায়কের। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে পেইনের নামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সিডনিতে তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের ৫৬ তম ওভারে ঘটনাটি ঘটে। নাথান লিওঁর বলে শর্ট লেগে চেতেশ্বর পূজারার ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। অন ফিল্ড আম্পায়ার নট আউট দেন। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। কিন্তু থার্ড আম্পায়ার অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি টিম পেইন। আম্পায়ার পল উইলসনের কাছে প্রতিবাদ জানান তিনি।


আরও পড়ুন - IND vs AUS: সোমবার Sydney-তে হার বাঁচানোর চ্যালেঞ্জ রাহানে-পূজারার


আইসিসি-র ২.৮ ধারা লঙ্ঘন করেছেন টিম পেইন। যা মেনে নিয়েছেন টিম পেইন। এরপরেই ম্য়াচ রেফারি ডেভিড বুন শাস্তি দেন তাঁকে। ২৪ মাসে এটাই প্রথম বিধি লঙ্ঘন টিম পেইনের।


আরও পড়ুন - সিডনিতে বর্ণবিদ্বেষী মন্তব্য Siraj-কে, গ্যালারি থেকে ভারতীয় পেসারকে কী বলা হয়েছিল?