PAK vs ENG: প্রথমদিনেই ৫০৬ রান! বাবরদের বোলিংকে ক্লাবস্তরে নামিয়ে কোন রেকর্ড গড়ল ইংল্যান্ড?
১৭ বছর পরে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। দীর্ঘদিন পরে সেদেশে এসেই অজানা ভাইরাসে আক্রান্ত হন ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে, প্রথম টেস্ট পিছিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে দুই দেশের ক্রিকেট বোর্ড।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন করলেন শতরান। পাঁচ নম্বর ব্যাটারের শতরান এল মাত্র ৮১ বলে। বাবর আজমের (Babar Azam) পাকিস্তানের (Pakistan) বোলিংকে একেবারে ক্লাবস্তরে নামিয়ে টেস্ট ম্যাচের একদিনেই ৫০৬ রান তুলে রেকর্ড গড়ল ইংল্যান্ড (England)। ১১২ বছরের নজির ভেঙে তৈরি হয়েছে নয়া বিশ্বরেকর্ড। রাওয়ালপিন্ডি টেস্টের আগে কার্যত 'মিনি হাসপাতাল'-এ পরিণত হয়েছিল ইংল্যান্ড শিবির। সেখান থেকে সেরে উঠে পাক বোলিংকে শেষ করে দিলেন বেন স্টোকসের (Ben Stokes)দল।
১৭ বছর পরে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। দীর্ঘদিন পরে সেদেশে এসেই অজানা ভাইরাসে আক্রান্ত হন ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে, প্রথম টেস্ট পিছিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজ শুরুর আগে ট্রফি নিয়ে ফোটোশুটেও আসতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এহেন পরিস্থিতিতে সুস্থ অবস্থায় ইংল্যান্ড প্রথম একাদশ নামাতে পারবে কিনা, সেটা নিয়ে সংশয় ছিল।
আরও পড়ুন: Lionel Messi and Diego Maradona: কাপ যুদ্ধে 'আইডল' মারাদোনার রেকর্ড ভেঙে কী বললেন মেসি? জেনে নিন
তবে বৃহস্পতিবার দেখা যায়, পূর্ণ শক্তির দল নিয়েই নামলেন জো রুটরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোনের টেস্ট অভিষেক হয় এদিন। তারপরেই পাক বোলিংয়ের উপরে রোলার চালাতে শুরু করেন ইংরেজ ব্যাটাররা। ওপেনার জ্যাক ক্রলি (১১১ বলে ১২২) আর বেন ডাকেট (১১০ বলে ১০৭), দুজনেই শতরান হাঁকান। টেস্ট ম্যাচ খেলতে নেমেও মারকাটারি মেজাজেই ব্যাট করেছেন তাঁরা। প্রায় একশোর উপর স্ট্রাইক-রেট রেখে ইনিংস গড়েন তাঁরা। ওপেনিং জুটিতে ২৩৩ রান ওঠে।
দুই ওপেনার আউট হয়ে গেলেও রানের গতি কমায়নি ইংল্যান্ড। তিন নম্বরে নেমে শতরান করেন ওলি পোপ (১০৪ বলে ১০৮)। জীবনের প্রথম টেস্ট শতরান করলেন হ্যারি ব্রুক। দিনের শেষে ৮১ বলে ১০১ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস (১৫ বলে ৩৪ রান)। সম্মিলিত ব্যাটিং তাণ্ডবে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫০৬। টেস্টে প্রথম দিনের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল ৪৯৪ রানের। ১৯১০ সালে এই রান করেছিল অস্ট্রেলিয়া। টেস্টে একদিনে পাঁচশো রান তোলার নজির থাকলেও প্রথমদিনে কখনই এহেন ঘটনার সাক্ষী থাকেনি ক্রিকেট বিশ্ব।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)