পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ, নতুন অজুহাত দিলেন পাক মন্ত্রী
ক্যাবিনেট বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
![পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ, নতুন অজুহাত দিলেন পাক মন্ত্রী পাকিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধ, নতুন অজুহাত দিলেন পাক মন্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/03/184672-ipl.jpg)
নিজস্ব প্রতিবেদন- আগেই সিদ্ধান্ত হয়েছিল। পাকিস্তানে আইপিএল দেখানো হবে না বলে জানিয়েছিল সে দেশের সরকার। মঙ্গলবার থেকে পাকিস্তানে আইপিএলের সম্প্রচার বন্ধ হল। তবে এবার সে দেশের সরকারের তরফে অদ্ভুত অজুহাত দেওয়া হল। পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধরি আরও একবার আসরে নামলেন। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ভারত সর্বোতভাবে পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করার চেষ্টা করছে। সেই জন্য আইপিএল পাকিস্তানে সম্প্রচারে রাজি নয় তাদের সরকার। ক্যাবিনেট বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি।
আরও পড়ুন- ক্রিকেটে দুর্নীতি রুখতে এবার ইন্টারপোলের সঙ্গে কাজ করবে আইসিসি!
ফাওয়াদ চৌধরি বলেছেন, পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে ভারত। তাই ওদের দেশের ঘরোয়া টুর্নামেন্ট এখানে প্রচারের কোনো মানে হয় না। এর আগে ভারতে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার বন্ধ করা হয়েছিল। পাকিস্তানের ক্রিকেট ও ক্রিকেটারদের ক্ষতি করাই ভারতের আসল উদ্দেশ্য ছিল। পিএসএল ভারতে না দেখিয়ে পাকিস্তান ক্রিকেটকে আর্থিক ক্ষতির মুখে ফেলার চক্রান্ত করেছিল ভারত। প্রসঙ্গত, পুলওয়ামার জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এদেশের একটি চ্যানেল প্রথমদিকে পিএসএল সম্প্রচার করছিল। কিন্তু পরবর্তীকালে তারাও সম্প্রচার বন্ধ করে দেয়। তার আগে আইএমজি রিলায়েন্স পিসএল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি বাতিল করেছিল। ফলে টুর্নামেন্টের মাঝপথেই নতুন সম্প্রচারক খুঁজতে কালঘাম ছুটেছিল পাক ক্রিকেটের কর্তাদের।