পাক জয়ে ধোনিদের কাজটা বেশ শক্ত হয়ে গেল
টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিদের কাজটা আরও শক্ত হয়ে গেল। পাকিস্তান ৩২ রানে অস্ট্রেলিয়াকে হারানোয় ভারতের সেমিফাইনালে ওঠাটা এখন অনেক যদি, কিন্তুর ওপর দাঁড়িয়ে। প্রেমদাসায় অস্ট্রেলিয়া টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। অজিদের পেস ব্যাটারিরর সামনে প্রথম থেকেই নড়বড়ে থাকলেও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানে তোলেন আফ্রিদিরা।
টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিদের কাজটা আরও শক্ত হয়ে গেল। পাকিস্তান ৩২ রানে অস্ট্রেলিয়াকে হারানোয় ভারতের সেমিফাইনালে ওঠাটা এখন অনেক যদি, কিন্তুর ওপর দাঁড়িয়ে।
তবে নেট রান রেটে বাকিদের পিছনে ফেলে সেমিফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া।
প্রেমদাসায় অস্ট্রেলিয়া টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। অজিদের পেস ব্যাটারিরর সামনে প্রথম থেকেই নড়বড়ে থাকলেও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানে তোলেন আফ্রিদিরা। নাসির জামশিদ ৪টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করেন। কামরান আকমল ২৬ বলে ৩২ ও আবদুল রাজ্জাক ১৭ বলে ২২ রান করেন। অজি ব্যাটসম্যানরা পাক স্পিনারদের সামনে মুখ থুবড়ে পড়ে। আজমল, হাসান, হাফিজ এই তিন স্পিনারদের সামনে শিশুসুলভ ভুল করতে থাকেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
শেষ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানে তোলেন ওয়াটসনরা। ব্যাগি গ্রিনদের হতাশার মধ্যে উজ্জ্বল মাইকেল হাসি (৪৭ বলে ৫৪ রান)। ক্যামেরন হোয়াইট, ম্যাথিউ ওয়েড ও জর্জ বেইলি করেছেন যথাক্রমে ১২, ১৩ ও ১৪ রান।