করোনা আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

পাকিস্তানে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকেই গরীব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন আফ্রিদি। 

Updated By: Jun 13, 2020, 03:26 PM IST
করোনা আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিনিধি- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি নিজেই টুইটারে একথা জানিয়েছেন। আফ্রিদি টুইট করে লিখেছেন, ''বৃহস্পতিবার থেকেই আমার শরীর ভালো ছিল না। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তারপরে আমি করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নিই। দুর্ভাগ্যবশত করোনা টেস্ট পজিটিভ এসেছে। আমার জন্য আপনার প্রার্থনা করুন।'' 

পাকিস্তানে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকেই গরীব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন আফ্রিদি। আফ্রিদি ফাউন্ডেশন পাকিস্তান ও বালুচিস্তানের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছিল। আফ্রিদি নিজেও মাঠে নেমে দুঃস্থ মানুষদের সাহায্য করছিলেন।বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছিল, আফ্রিদি মাথায় খাবারের বস্তা নিয়ে বালুচিস্তানের প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়েছিলেন। তিনি নিজে হাতে ত্রাণ বিলি করছিলেন। করোনা পরিস্থিতিতে এভাবে অবাধে কাজ করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হলেন আফ্রিদি। উল্লেখ্য, পাকিস্তানের এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার। ইমরান খান, আফ্রিদিদের দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। পাকিস্তানের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। এরই মধ্যে দেশের অন্যতম সেরা ক্রিকেটার শাহিদ আফ্রিদির আক্রান্ত হওয়ার খবর পাকিস্তান প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে দেবে নিশ্চয়ই। 

আরও পড়ুন- চলে গেলেন বিশ্বের সব থেকে বয়স্ক প্রথম শ্রেণীর ক্রিকেটার, বয়স হয়েছিল ১০০

কিছুদিন আগেই পাকিস্তানের একটি মন্দিরে ত্রাণ বিলি করতে দেখা গিয়েছিল আফ্রিদিকে। তারপর বালুচিস্তানের প্রত্যন্ত গ্রামে গিয়েও ত্রাণ বিলি করেছিলেন তিনি। আফ্রিদির সতীর্থ মহম্মদ হাফিজ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ''তুমি স্বভাবতই একজন ফাইটার। আমি জানি এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে তুমি লড়াই করবে এবং জিতবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি।''

.