নিজস্ব প্রতিবেদন:  পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে গড়াপেটার গন্ধ! ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেই কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানালেন এক ক্রিকেটার। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পিসিবি-র অ্যান্টি করাপশন ইউনিট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট। আর সেই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচে এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


পিসিবি জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে ম্যাচ চলাকালীন একজন সন্দেহভাজন ব্যক্তি ওই ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়। নিরাপত্তার স্বার্থে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে জানা গিয়েছে  সংশ্লিষ্ট ক্রিকেটারটি এখনও পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত সদস্য।


ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অ্যান্টি করাপশন ইউনিটে রিপোর্ট করেছে ওই ক্রিকেটার। বিশেষ গুরুত্বের সঙ্গেই দেখছে অভিযোগটি। এমনকি তদন্তের স্বার্থে তারা যোগাযোগ করেছে ফেডারেল ইনভেস্টিং এজেন্সির সঙ্গেও।



আরও পড়ুন- কোয়ারেন্টিন বিধি ভঙ্গের অভিযোগ রোনাল্ডোর বিরুদ্ধে!