একা ডিভিলিয়ার্সে ভরসা করে দক্ষিণ আফ্রিকা জিততে পারবে না, ২৯ রানে জিতল পাকিস্তান

এবি ডিভিলিয়ার্সের দুরন্ত লড়াই কাজে এল না। দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপে দুরন্ত জয় ছিনিয়ে নিল পাকিস্তান।

Updated By: Mar 7, 2015, 05:40 PM IST
একা  ডিভিলিয়ার্সে ভরসা করে দক্ষিণ আফ্রিকা জিততে পারবে না, ২৯ রানে জিতল পাকিস্তান

ওয়েব ডেস্ক: এবি ডিভিলিয়ার্সের দুরন্ত লড়াই কাজে এল না। দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপে দুরন্ত জয় ছিনিয়ে নিল পাকিস্তান।

অকল্যান্ডে শক্তিশালী প্রোটিয়াসকে হারিয়ে বিশ্বকাপে নক আউটে ওঠার দিকে পা বাড়ালেন মিশবা উল হকরা। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়াস ক্যাপ্টেন  ডিভিলিয়ার্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২২২ রানে অল আউট হয়ে যা পাকিস্তান। ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন পাক ব্যাটসম্যানরা।

 দলের হয়ে সর্বোচ্চ ছাপান্ন রান করেন অধিনায়ক মিসবা(৫৬)। ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ২৩২।

পাক বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে নিয়মিত উইকেট হারাতে থাকে প্রোটিয়াসরা। অধিনায়ক ডেভিলিয়ার্সের মরিয়া লড়াইও বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকাকে। ৫৮ বলে ৭৭ রান করে আউট হন এবি। ডেভিলিয়ার্স আউট হতেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ২০২ অল আউট হয়ে যায় প্রোটিয়াস। পাকিস্তানের হয়ে ৩ টি করে উইকেট পেয়েছেন মহম্মদ ইরফান, রাহাত আলি ও ওয়াব রিয়াজ। উইকেটের পিছনে ৬ টি ক্যাচ ধরেছেন সরফরাজ আহমেদ। ৫ ম্যাচে ৩ টি জিতে লিগ টেবিলে ৩ নম্বরে পাক বাহিনী।

ম্যাচের সেরা নির্বাচিত হন পাক ফাস্ট বোলার সরফরাজ আহমেদ।

.