নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন পাক পেসার জুনেদ খান। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষে পারফরম্যান্সের নিরিখে বিশ্বকাপ দলে বেশ রদবদল করেন পিসিবি-র নির্বাচকরা। সোমবার বিশ্বকাপের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়লেন জুনেদ খান। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন পাক পেসার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিক দলে জায়গা হলেও চূড়ান্ত তালিকায়  নিজের নাম না দেখতে পেয়ে হয়তো একটু মুষড়েই পড়েছেন পাক পেসার জুনেদ খান। আর তারপরই টুইটারে প্রতিবাদে সামিল হয়েছেন ২৯ বছর বসয়ী পেসার। মুখে টেপ লাগিয়ে নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন জুনেদ। সঙ্গে তিনি লিখছেন, "আমি কিছু বলতে চাই না। সত্যিটা খুব তেতো!"


I dont want to say anything. Truth is bitter. (Sach karwa hotha hai) https://t.co/BsWRzu0Xbh


— Junaid khan 83 (@JunaidkhanREAL) 1558359947000


প্রসঙ্গত ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছিলেন বাঁ হাতি এই পেসার। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে জুনেদ বাদ পড়ায় বেজায় চটেছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। 


আরও পড়ুন - ICC World Cup 2019: পাকিস্তানের বিশ্বকাপ দলে রদবদল! ফিরলেন চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক মহম্মদ আমির